নয়াদিল্লি: সোমবার হিমাচল প্রদেশে (Himachal Pradesh) গাড়ি দুর্ঘটনায় (car accident) মৃত্যু হয় 'সারাভাই ভার্সেস সারাভাই' (Sarabhai Vs Sarabhai) অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের (Vaibhavi Upadhyaya)। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন হবু স্বামী, জয় গাঁধী। তাঁরা দু'জনে ছিলেন হিমাচল প্রদেশে রোড ট্রিপে (road trip)। পেশায় ব্যবসায়ী জয় গাঁধী (Jay Gandhi)। প্রসঙ্গত, দুর্ঘটনার পর থেকে শোনা যাচ্ছিল যে গাড়িতে সিট বেল্ট পরেছিলেন না। তবে এই দাবি উড়িয়ে দিলেন অভিনেত্রীর হবু স্বামী।
সিট বেল্ট পরেননি বৈভবী উপাধ্যায়? কী বললেন তাঁর হবু স্বামী?
সোমবারের দুর্ঘটনার পর একাধিক সূত্র মারফত অনুমান করা হয় গাড়িতে যখন অভিনেত্রী ছিলেন তখন তিনি সিটবেল্ট পরেননি। দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু হলেও আহত হয়ে বেঁচে যান তাঁর হবু বর জয়। তিনি এদিন অভিনেত্রীর সিটবেল্ট পরা সংক্রান্ত জল্পনায় জল ঢালেন। তিনি জানান যে এই সমস্ত জল্পনা ভুয়ো।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয় গাঁধী বলেন, 'মানুষ ধরেই নেন যে রোড ট্রিপে সকলেই জোরে গাড়ি চালায়, কিন্তু এক্ষেত্রে তেমনটা ঘটেনি। আমাদের গাড়ি দাঁড় করানো ছিল এবং একটা ট্রাক পাস করার অপেক্ষায় ছিলাম। আমি খুব বেশি কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু আমি নিশ্চিত করতে চাইছিলাম যে আমরা সিটবেল্ট পরিনি বা জোরে গাড়ি চালাচ্ছিলাম এমন ধারণা করে ফেলবেন না।'
অন্যদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বৈভবীর ভাই অঙ্কিত। কীভাবে তিনি খবর পান, জানান। অঙ্কিতের কথায়, 'আমি হিমাচল প্রদেশ পুলিশের থেকে খবর পাই। ওঁরা জানান যে আমার বোন বৈভবী এক পথ দুর্ঘটনায় মারা গেছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। অসাড় হয়ে গিয়েছিলাম। আমাকে জানানো হয় যে কোনও ভারী যান ওঁদের গাড়ি পিষে দিয়ে যায়, তাও প্রায় পুরোটা পেরিয়ে আসার পর শেষ মুহূর্তে, এবং ওদের গাড়ি একেবারে খাদে গিয়ে পড়ে। আমার বোন গাড়ি থেকে ছিটকে পড়ে বাইরে।' তিনিও জানান যে জয় গাড়ি দ্রুত চালাচ্ছিলেন তাও না, বৈভবী সিটবেল্ট পরেননি এমনও না। সবটাই ভুয়ো তথ্য। তাঁরা মদ্যপও ছিলেন না, দাবি অঙ্কিতের।
প্রসঙ্গত, অঙ্কিত ও বৈভবীর মা-বাবা অস্ট্রেলিয়ায় ছিলেন। সেখানেই ফোন করে বোনের দুর্ঘটনার কথা জানানো হয়, কিন্তু মর্মান্তিক পরিণতির কথা বলা হয়নি তাঁদের প্রথমে। সেখান থেকে মুম্বই ফেরার পরে তাঁদেরকে বৈভবীর মৃত্যুর কথা জানানো হয়।