কুয়ালালামপুর: মালয়েশিয়া মাস্টার্সের শেষ চারে পৌঁছে গেলেন পিভি সিন্ধু ও এইচএস প্রণয়। পুরুষদের সিঙ্গলসে কেন্তা নিশিমোতোকে হারিয়ে সেমিতে পৌঁছেন তরুণ ভারতীয় শাটলার প্রণয়। ২৫-২৩, ১৮-২১, ২১-১৩ ব্যবধানে ম্যাচ নিজের পকেটে পুরে নেন প্রণয়। তবে খেলা অতটা সহজ ছিল না তাঁর জন্য। প্রতিপক্ষের বিরুদ্ধে প্রায় ৯১ মিনিটের কঠিন লড়াই হয় প্রণয়ের। এরপরই ম্যাচ জিতে যান তিনি।
এদিন খেলার শুরু থেকেই কোর্টে ২ শাটলারই নিজেদের সেরা খেলাটা খেলছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রথম গেমে ২৫-২৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন প্রণয়। দ্বিতীয় গেমে পিছিয়ে গেলেও তৃতীয় গেমে ফের একবার দুর্দান্তভাবে কামব্যাক করেন প্রণয়। শেষ পর্যন্ত ম্য়াচও জিতে যান তিনি। পুরুষদের সিঙ্গলসে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ ইভেন্টে। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাতা।
পিভি সিন্ধুও তাঁর চেনা ছন্দেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন। দু'বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তাঁর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে চিনের ঝাং ই ম্যানের বিরুদ্ধে ম্যাচ জিতে যান। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৬, ১৩-২১, ২২-২০। সেমিতে ইন্দোনেশিয়ার গ্রেগরিয়া মারিস্কা তুনজুংয়ের বিরুদ্ধে খেলতে নামবেন রিও ও টোকিও অলিম্পক্সে পদকজয়ী ভারতীয় শাটলার।
তবে প্রণয় ও সিন্ধু জয় ছিনিয়ে নিলেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন কিদাম্বী শ্রীকান্ত। ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাতার কাছে হারের সঙ্গে কিদাম্বি শ্রীকান্তের অভিযান শেষ হয় কোয়ার্টার ফাইনালে। ম্যাচ শ্রীকান্ত হেরে যান ২১-১৬, ১৬-২১, ১১-২১ ব্যবধানে।
এশিয়া কাপ কোথায় হবে?
এশিয়া কাপ (Asia Cup) শেষ পর্যন্ত কোথায় হবে, ২৮ মে আইপিএল ফাইনালের দিনই তা নির্ধারিত হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ, আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রিত হিসাবে আসছেন শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের মতো এশিয়া কাপের প্রতিযোগী দেশের প্রতিনিধিরা।
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক কারণে পাক ভূমে ম্যাচ খেলতে যাবে না টিম ইন্ডিয়া। পাকিস্তান বোর্ড বিকল্প হিসাবে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে। যেখানে বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে বাকি দেশ তাদের ম্য়াচ খেলবে। ভারতের ম্যাচগুলি শুধু হবে নিরপেক্ষ কোনও কেন্দ্রে। যা হতে পারে মরুদেশে। সংযুক্ত আরব আমিরশাহিতে। কিন্তু ভারতীয় বোর্ডের সে ব্যাপারে আপত্তি রয়েছে। সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহিতে ম্য়াচ খেলার ব্যাপারে আপত্তি রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। আইপিএল ফাইনালের দিন এ ব্যাপারে শ্রীলঙ্কা, বাংলাদেশ-সহ অন্যান্য বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিকরা।