মুম্বই: যেদিন থেকে হর্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেছেন কমেডি কুইন ভারতী সিংহ (Bharti Singh), সেদিন থেকেই তাঁর মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে। যদিও প্রতিবারই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খরব গুজব বলে উড়িয়ে দিয়েছেন ভারতী। ফের একবার সেই গুঞ্জন শোনা যাচ্ছে। আর এবার ভারতী সিংহের প্রতিক্রিয়া আরও জোরাল করল গুঞ্জনকে।
সম্প্রতি কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন ভারতী সিংহ। কিছু ছবিতে দুজনের রোম্যান্টিক কেমিষ্ট্রি ধরা পড়েছে। আবার কিছু ছবি মজার ছলেও রয়েছে বলে বোঝা যাচ্ছে। ভারতী সিংহের পোস্ট করা এই ছবি থেকেই জল্পনা শুরু হয়েছে। ছবিতে ঈষৎ বেবি বাম্পেরও লক্ষণ চোখে পড়েছে নেট নাগরিকদের। সেখান থেকেই শুরু জল্পনা। তাহলে কি মা হতে চলেছেন কমেডি কুইন?
আরও পড়ুন - Shilpa Shetty: দু-পায়ে দুটো আলাদা জুতো পরে বিমানবন্দরে শিল্পা শেট্টি, তারপর?
কান পাতলেই জানা যাচ্ছে, ভারতী সিংহ এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া তাঁদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন। শোনা যাচ্ছে, আগামী বছর তাঁদের প্রথম সন্তানের জন্ম হতে পারে। কমেডি কুইনের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন ভারতী। বর্তমানে সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি। মা হওয়ার একেবারে প্রথম পর্যায়ে রয়েছেন তিনি। তাই শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হচ্ছে তাঁকে।
মা হতে চলার খবর ছড়ানোর প্রসঙ্গে ভারতী সিংহকে জিজ্ঞাসা করা হলে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এই খবরকে স্বীকারও করছেন না আবার অস্বীকারও করছেন না। যখন সঠিক সময় আসবে তখন এই প্রসঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। তার সঙ্গে আরও বলেন, 'এটা কোনও লুকিয়ে রাখার বিষয় নয়। কেউ লুকিয়ে রাখতেও পারে না। তাই যখন কিছু জানানোর প্রয়োজন হবে, প্রকাশ্যেই জানাবো'। ভারতী সিংহের এমন প্রতিক্রিয়ায় তাঁর মা হতে চলার খবর আরও জোরাল বলে মত নেট নাগরিকদের।