কলকাতা: ভাই বোনের সম্পর্ক পৃথিবীর অন্যতম সুস্থ আর সুন্দর সম্পর্ক। কিন্তু সম্পত্তির জন্যই যদি তিক্ত হয়ে যায় সেই সম্পর্ক? যদি কেবলমাত্র নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য ভাই বোনের সম্পর্ক গড়ায় আদালত পর্যন্ত? তেমনই এক গল্প নিয়ে আসছে নতুন সিনেমা, 'স্বার্থপর'। সিনেমার মুখ্যভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিক (Koel Mallick)-কে। তাঁর বিপরীতে, তাঁর দাদার চরিত্রে দেখা যাবে কৌশিক সেন (Kaushik Sen)-কে। অন্যদিকে, একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-কে। দীর্ঘদিন পরে, কোয়েল আর রঞ্জিত মল্লিককে এক ছবিতে দেখা যাবে।

Continues below advertisement

আজ প্রকাশ্যে এসেছে এই ছবির টিজার। এর আগে, প্রকাশ্যে এসেছিল ছবির একটি পোস্টার। সেখানে দেখা গিয়েছিল একটি ছবি। কোয়েল ভাইফোঁটা দিচ্ছেন কৌশিককে। আজ দেখা গেল, ছবির ঝলক। কোয়েল আর কৌশিকের চরিত্র দুই ভাই বোনের। সমস্যার সূত্রপাত একটি বাড়ি নিয়ে। একই বাড়ির ওপর দুই ভাই বোনের অধিকার, সেই নিয়েই এগিয়ে যাবে ছবির গল্প। একটি বাড়ির অধিকারের জন্য আদালতের দ্বারস্থ হয় কোয়েল। এই দৃশ্যও দেখা যায় যেখানে কোয়েল কৌশিককে প্রণাম করতে যাচ্ছেন আর পা সরিয়ে নিয়ে কৌশিক বলছেন, আদালতে দেখা হবে। 

এই ছবিটির পরিচালনা করছেন, অন্নপূর্ণা বসু। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ছবির শুরুতেই বলে দেওয়া হচ্ছে, এই গল্প ছড়িয়ে থাকে ঘরে ঘরে। সত্যিই তো। সম্পত্তি নিয়ে ভাই বোনে কত বিবাদ হয় কতজনের মধ্যে! কত সময় সেই মামলা গড়ায় আদালত পর্যন্ত ও। তবে এই গল্প বলা হয় না, পরিবারের আড়ালেই থেকে যায় এই গল্প। সেই গল্পই এবার উঠে আসবে বড়পর্দায়। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই সিনেমা মুক্তি পাবে কালীপুজোয়।

Continues below advertisement

সদ্য কোয়েলের পরিবারে এসেছে নতুন সদস্য। ছেলে হওয়ার পরে ফের অভিনয়ে ফিরছেন কোয়েল। তবে এই ছবিতে একেবারে অন্যরকম লুকে, একজন সাদামাটা গৃহবধূর চরিত্রে দেখা যাবে। কোয়েলের আইনজীবীর চরিত্রে রঞ্জিত মল্লিককে কেমন লাগবে, সেটা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। এই তিন জন ছাড়ায় গোটা সিনেমা জুড়ে থাকছেন বহু পরিচিত মুখ।