দুবাই: ভারতীয় বোলিং আক্রমণের ভরসা তিনি। মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলারও তিনি। তিনি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চলতি এশিয়া কাপেও বেশ ভাল ছন্দে রয়েছেন বুমরা। তবে ডেথ ওভারে তাঁর বোলিংয়ের সুখ্যাতি থাকলেও, এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) বুমরাকে একাধিক ম্যাচে পাওয়ার প্লেতেই তিন ওভার বোলিং করতে দেখা গিয়েছে। এই বিষয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif) দাবি করেন চোট আঘাতের ঝুঁকি এড়াতেই তিনি নাকি শুরুর দিকে ওভারগুলি করে ফেলছেন। তবে এই দাবি নস্য়াৎ করে দিলেন বুমরা নিজেই।
নিজের সোশ্যাল মিডিয়ায় কাইফ দাবি করেন, 'রোহিতের অধিনায়কত্বে বুমরা সাধারণত ১, ১৩, ১৭ ও ১৯ নম্বর ওভার বল করত। তবে সূর্যর নেতৃত্বে এশিয়া কাপে শুরুতেই ও তিন ওভারের স্পেল করছে। চোট এড়াতে আজকাল বুমরা ওর শরীর গরম থাকতে থাকতেই বল করছে । শেষের ১৪ ওভারের মধ্যে বুমরার মাত্র এক ওভার থাকাটা ব্যাটারদের জন্য বিরাট স্বস্তির বিষয়। বিশ্বকাপে শক্তিশালী দলগুলির বিপরীতে এমন হলে কিন্তু ভারতীয় দলের চাপ হতে পারে।'
বুমরা কাইফের এই পোস্টটি পুণরায় শেয়ার করে খুব বেশি কিছু না লিখে কেবল কাইফের ধারণা যে ভুল, সেটা সোজাসাপ্টা জানিয়ে দেন। তিনি লেখেন, 'এটা আগেও ভুল ছিল, এখনও ভুল'।
প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় দল এশিয়া কাপে খেলছে। এই টুর্নামেন্ট শেষের পরেই ভারতের কিন্তু বিশ্রামের জো নেই। পরের মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই সিরিজ়ে যশপ্রীত বুমরার অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল। তবে বুমরাকে দুই টেস্টের জন্য দলে রাখা হয়েছে। এই বিষয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়ে দেন বুমরা ফিট এবং তিনি হালে যথেষ্ট বিশ্রাম পেয়েছেন ।
দল বাছাই নিয়ে তাঁর দাবি, 'আমরা সবসময় সেরা ১৫ জনকে বেছে নেওয়ার চেষ্টা করি। অনেক সময়ই এই পদ্ধতিতে আমাদের কড়া সিদ্ধান্ত নিতে হয়। ভবিষ্যতের দিকে অবশ্যই আমাদের এক নজর রয়েছে, তবে আমরা সিরিজ় অনুযায়ী এগোতে চাই। বেশিরভাগ খেলোয়াড়রা জায়গাই নিশ্চিত। এক, দুইটি স্পটই বাকি ছিল। আমরা ভাল দল বেছেছি বলে আমরা আত্মবিশ্বাসী।'