মুম্বই: সিনেমার বড় পর্দাতেই মুক্তি স্বাভাবিক ঘটনা। সিনেমার ওপর সিনেমা হলেরই একচ্ছত্র অধিকার। এমনটাই মনে করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তবে তাঁর আসন্ন সিনেমা ‘লক্ষ্মী বম্ব’-এর  ডিজিট্যাল স্ট্রিমিং নিয়ে তিনি উচ্ছ্বসিত। তবে এই সিনেমা বড় পর্দায় মুক্তি না পাওয়ায় দুঃখ হচ্ছে তাঁর।


এই হরর-কমেডি  ডিসনি+হটস্টারে স্ট্রিম হতে চলেছে। করোনাভাইরাসজনিত কারণে প্রেক্ষাগৃহগুলি বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাতটা সিনেমার স্ট্রিমারের ঘোষণা হয়েছে, যেগুলি সরাসরি ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে। এই সিনেমাগুলির মধ্যে রয়েছে অজয় দেবগনের ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’, অভিষেক বচ্চন অভিনীত ‘দ্য বিগ বুল’ ও আলিয়া ভট্টের ‘সড়ক ২’।

এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অক্ষয় বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে ওটিটি মুক্তি একমাত্র বিবেচনাসম্মত পদক্ষেপ।

অক্ষয় বলেছেন, সত্যি কথা বলতে কী, এই প্ল্যাটফর্ম নিয়ে আমি উচ্ছ্বসিত। তবে হ্যাঁ, প্রেক্ষাগৃহের জন্য আমি দুঃখিতও বটে। আসলে সিনেমা তো সিনেমা হলের জন্যই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবার নিরাপত্তাই অগ্রাধিকারের বিষয়।

অক্ষয় বলেছেন, এখন সিনেমা হলগুলি বন্ধ। দর্শকরা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখছেন। ডিসনি+হটস্টারে সিনেমা মুক্তির মাধ্যমে যদি অনুরাগীদের খুশি করতে পারি, তাহলে আমি আনন্দিত হব।

অক্ষয়ের তিন দশকের কেরিয়ারে প্রথম সিনেমা হিসেবে ‘লক্ষ্মী বম্ব’ –এর ডিজিটাল রিলিজ হবে।

অক্ষয়ের ‘সূর্যবংশী’-র সহ অভিনেতা ও দীর্ঘদিনের বন্ধু অজয় দেবগন বলেছেন, তাঁর দেশপ্রেমমূলক সিনেমা ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’-র ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি নিয়ে তিনি উচ্ছ্বসিত।

অক্ষয়ের মন্তব্যের সূত্রে ওয়াল্ট ডিসনে কোম্পানি এপিএসি-র প্রেসিডেন্ট ও স্টার অ্যান্ড ডিসনি ইন্ডিয়ার চেয়ারম্যান উদয় শঙ্কর বলেছেন, সিনেমার ওপর অধিকার একমাত্র শিল্পীদের অনুরাগীদের।

তিনি বলেছেন, এখন যা ঘটতে চলেছে তা হল ইন্ডাস্ট্রি আরও বড় ও সফল হয়ে উঠবে। আরও বেশি লোক কাজ করবেন এবং আরও বেশি সিনেমা তৈরি করতে সক্ষম হবেন। সিনেমাহলের সঙ্গে ডিজিটাল স্ক্রিনও টিকে থাকবে এবং সিনেমার সঙ্গে সেগুলির উন্নতি ঘটবে।

তিনি বলেছেন, টেলিভিশনে সিনেমার সম্প্রচার শুরু হওয়ার পর একই ধরনের বিতর্ক দানা বেঁধেছিল।  অনেকেই ভেবেছিলেন যে, দর্শকরা আর সিনেমা হলে আসবেন না। কিন্তু তা হয়নি। সিনেমা হল আরও বেড়েছে। আরও বেশি মানুষ সিনেমা দেখছেন। সিনেমা সংক্রান্ত  অর্থনীতিও বেড়েছে।

তিনি বলেছেন, ইন্ডাস্ট্রির পক্ষে প্রয়োজনীয় হয়ে উঠবে ডিজিটাল মাধ্যম।