মুম্বই: ১৪জুন সুশান্তের মৃত্যুর পর থেকেই একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। সুশান্তের মৃত্যু আত্মহত্যা না খুন, এমন প্রশ্নও তুলেছেন অনেকে। এরই মধ্যে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য।
নেটিজেনদের একাংশ সুশান্তের মৃত্যুর পিছনে ডিপ্রেশন, বলিউডে স্বজনপোষণের মতো ঘটনাকে দায়ী করেছেন।  নিরপেক্ষ তদন্ত হোক সুশান্তের মৃত্যুর, দাবি তুলেছেন অনেকে।
এই পরিস্থিতিতে উঠে এসেছে এক চমকে দেওয়া তথ্য। উইকিপিডিয়ার সময় বলছে, সুশান্তের মৃত্যুর আগেই তাঁর মৃত্যুর কথা আপডেট করা হয়েছে। উইকিপিডিয়ার পাতার হিস্ট্রিতে গেলে দেখা যাবে, কীভাবে দুবার সুশান্তের মৃত্যুর সময় আপডেট করা হয়েছে।



হঠাৎ করে দেখলে চমকে যাবেন যে কেউ। সুশান্তের মৃত্যুর কথা সেখানে আপডেট করা হয় সেদিন সকাল ৮.৫৯ এ। আবার সকাল ৯.৩৫ এ সেই তথ্য আপডেট করা হয়। সেখানে সুশান্ত যে আত্মহত্যা করেছেন তাও উল্লেখ করা হয়। কিন্তু হিসেব অনুসারে সুশান্তের মৃত্যু হয়েছে তার পরে।
পুলিশ সূত্রে খবর, সুশান্ত মৃত্যুর দিন সকাল সাড়ে ৯ টা নাগাদ জুস নিতে ঘরের বাইরে আসেন। তারপর ১০টা নাগাদ ঘরে ফেরত যান। তারপরই আত্মহত্যা করেন। তাহলে? কীকরে তাঁর মৃত্যুর আগেই করা হয়েছিল উইকিপিডিয়ার আপডেট?
ঘটনাটি নজরে আসতেই মুম্বই পুলিশের সাইবার সেল বিষয়টির তদন্ত করে। জানা গেছে, উইকিপিডিয়া কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম ব্যবহার করে, যা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের থেকে সাড়ে পাঁচ ঘণ্টা পিছিয়ে।
সেই হিসেবে সুশান্তের আত্মহত্যার খবর তার মৃত্যুর  পরই আপডেট করা হয়।