নয়াদিল্লি: ২০২১ সাল থেকে সম্পর্কে রয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Tennis ace Leander Paes) ও অভিনেত্রী কিম শর্মা (actor Kim Sharma)। অভিনেত্রী ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নিজেই সম্পর্কের (relationship) কথা প্রকাশ্যে ঘোষণা করেন। কিন্তু সূত্রের খবর, সেই সম্পর্কে ধরেছে চিড়। লিয়েন্ডার পেজ ও কিম শর্মা নাকি এখন আর একসঙ্গে নেই, খবর সূত্রের।
বিচ্ছেদ হয়ে গেল লিয়েন্ডার পেজ ও কিম শর্মার?
প্রায় ২ বছর ধরে সম্পর্কে রয়েছেন লিয়েন্ডার পেজ ও কিম শর্মা। কিন্তু শোনা যাচ্ছে এবার আলাদা হয়ে গেছেন তাঁরা। সম্পর্ক জড়ানো নিয়ে নানাবিধ অসুবিধার কারণে নাকি নিজেদের মধ্যে ধীরে ধীরে বৈপরীত্য তৈরি হচ্ছিল। আর সেই কারণেই সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা, এমনটাই বলা হচ্ছে সূত্র মারফৎ।
উল্লেখ্য, অলন্যা পাণ্ডের বিয়েতেও কিম শর্মাকে দেখা যায়, কিন্তু সঙ্গে ছিলেন না লিয়েন্ডার পেজ। ২৮ মার্চ তাঁরা একসঙ্গে কোনও পোস্টও করেননি সোশ্যাল মিডিয়ায়, যেদিন তাঁদের 'ডেটিং অ্যানিভার্সারি'। গত বছর এইদিনে লিয়েন্ডার পেজ বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন 'হ্যাপি অ্যানিভার্সারি মিক। ৩৬৫ দিনের স্মৃতি এবং একসঙ্গে জীবনের চড়াই উতরাইয়ে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ।'
এর আগে তাঁরা দুজনেই একসঙ্গে অন্য সম্পর্কে ছিলেন। কিম এর আগে কেনিয়ার ব্যবসায়ী আলি পাঞ্জানিকে বিয়ে করেছিলেন। ২০১০ সালে কেনিয়ার মোম্বাসায় তাঁরা খুবই গোপনে বিয়ে সারেন। ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। একাধিক সূত্র মারফত খবর কেনিয়ায় ছুটি কাটাতে গিয়ে প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা হয় তাঁর। ৪১ বছর বয়সী অভিনেত্রীর সঙ্গে স্প্যানিশ গায়ক কার্লোস মারিনেরও প্রেমের কথা শোনা যায়। তাঁরা ২ বছর সম্পর্কে ছিলেন বলে জানা যায়। তাঁরা নিজের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথাও ভেবেছিলেন বলে খবর।
আরও পড়ুন: Jawan Teaser: সলমানের ছবির সঙ্গেই দেখানো হতে চলেছে 'জওয়ান'-এর টিজার?
লিয়েন্ডার পেজের প্রেম জীবনও চিরকাল থেকেছে লাইমলাইটে। প্রাক্তন টেনিস তারকা বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরির সঙ্গে সম্পর্কে ছিলেন বছর তিনেক, ২০০০ সাল থেকে। শোনা যায়, সেই সময় পেজ নাকি তৎকালীন-বিবাহিত মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন, সেটা জানতে পেরেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন মহিমা। ৪৮ বছর বয়সী টেনিস তারকা এখনও অবিবাহিত। মহিমার সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে তিনি রিয়াকে ডেট করা শুরু করেন যাঁর প্রাক্তন স্বামী সঞ্জয় দত্ত। প্রায় বছর দশেকের সম্পর্কের ইতি ঘটে ২০১৪ সালে।