কলকাতা: তাঁর নাম মানেই বিতর্ক। আর এবার অভিনেত্রীর নিশানায় সেই বাচ্চারা যারা হিন্দি ভাষা ব্রিটিশ অ্য়াকসেন্টে উচ্চারণ করেন। সম্প্রতি ট্যুইট করে অভিনেত্রী লেখেন, আমি জানি আমার যে কোনও কথা নিয়েই ট্রোলিং হয়, তবে একটা কথা না বললেই নয়, তা হল যে বাচ্চারা হিন্দি ভাষা ব্রিটিশ অ্য়াকসেন্টে উচ্চারণ করেন, তাদের খুবই বিরক্তিকর লাগে আমার। যে বাচ্চারা হিন্দি ভাষার যথাযথ উচ্চারণ করেন, তারাই সঠিক।


অভিনেত্রীর এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যক্তি বলেছিলেন, "ভাষা কেবল একটি মাধ্যম, এটি আপনাকে সংজ্ঞায়িত করে না। শুধুমাত্র হিন্দি বা শুধুমাত্র ইংরেজি বলার জন্য কাউকে বিচার করার দরকার নেই..." অন্য একজন ভক্ত বলেছেন, "ধন্যবাদ কঙ্গনা আপনার এই পর্যবেক্ষণকে স্পট অন আছে।" অন্য একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, "তারা যেভাবে কথা বলুক এটাই তাদের ইচ্ছা। "হ্যাঁ... নন-ইংরেজি মাতৃভাষা মাধ্যম স্কুলের ছাত্ররা ইংরেজি মাধ্যমের ছাত্রদের তুলনায় অনেক ভালো কথা বলে এবং লিখতে পারে।" 


আরও পড়ুন...


Gargee RoyChowdhury Exclusive: গার্গীর কণ্ঠে রবি ঠাকুরের গান, 'শেষ পাতা'-য় নতুন ভূমিকায় অভিনেত্রী


প্রসঙ্গত, কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল কঙ্গনা রানাউতের নাম। বলিউড কুইন তাঁর ট্য়ুইটারে লিখেছিলেন,'প্রিয়ঙ্কার বিরুদ্ধে দল বানিয়েছিল বলিউডের একাংশ, এঁদের মধ্য়ে অন্য়তম পরিচালক কর্ণ জোহর (Karan Johar) । প্রিয়ঙ্কাকে একজন স্বপ্রতিষ্ঠিত মহিলাকে এই মানুষগুলো বলিউড ছাড়তে বাধ্য় করেছিল।'


কঙ্গনা এখানে কর্ণ জোহর ও শাহরুখের প্রসঙ্গও তুলেছিলে। জানিয়েছিলেন, কর্ণ এবং শাহরুখ বন্ধুত্বের কথা সবসমই তুলে ধরা হয়, কিন্তু এঁদের সঙ্গে মিলে মুভি মাফিয়ারা দুর্বল বহিরাগতদের কোণঠাসা করে দেয়, এবং প্রিয়ঙ্কাকে ক্রমাগত হয়রানি করা হচ্ছিল। আর এই কারণেই ভারত ছাড়তে বাধ্য় হন তিনি।'


কর্ণ জোহরকে উদ্দেশ্য় করে কঙ্গনা জানিয়,'এই ঘৃণ্য, ঈর্ষান্বিত,এবং বিষাক্ত ব্যক্তিকে ফিল্ম ইন্ডাস্ট্রির সংস্কৃতি এবং পরিবেশ নষ্ট করার জন্য দায়ী করা উচিত। তার গ্যাং এবং মাফিয়া পিআরকে বহিরাগতদের হয়রানির জন্য দায়ী করা উচিত। '


তবে এর কিছুদিন পরই বিমানবন্দরে পাপাজিৎরা তাঁকে এই বিষয়ে প্রশ্ন করলে তা সম্পূর্ণ ভাবে এড়িয়ে গেলেন কঙ্গনা। তিনি বলেন,  'ফিল্ম মাফিয়া নিয়ে বিতর্ক হলে তো কেউ প্রশ্ন করেন না? আর আমার চারপাশে বিতর্ক হলেই আপনার এভাবে প্রশ্ন করতে থাকেন!'