মুম্বই: প্রয়াত অভিনেতা ইরফান খান। শোকাহত গোটা দেশ। অসংখ্য ব্যক্তি শোকপ্রকাশ করছেন। এরই মধ্য প্রয়াত অভিনেতার পরিবারের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, ‘তাঁর প্রিয় মানুষজন, পরিবারের লোকজন, যাঁদের প্রতি তিনি সবচেয়ে বেশি যত্নবান ছিলেন, তাঁদের উপস্থিতিতে তিনি ইহলোক ত্যাগ করেছেন। তিনি রেখে গিয়েছেন উত্তরাধিকার। তাঁর আত্মার শান্তিকামনা করি।’

ইরফানের মৃত্যুর খবর পেয়ে শোকাহত অমিতাভ বচ্চন। তাঁর ট্যুইট, ‘ইরফান খানের মৃত্যুসংবাদ পেলাম। অত্যন্ত দুঃখের খবর। এই খবর পেয়ে আমি বিচলিত। একজন অবিশ্বাস্য প্রতিভার অধিকারী, সুভদ্র সহকর্মী, সিনেমা জগতে বিরাট অবদান রাখা ব্যক্তিত্ব বড় তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। বিরাট শূন্যতা তৈরি হল।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের ট্যুইট, ‘ইরফান খান বহুমুখী চরিত্রে অভিনয় করতেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে আমি দুঃখিত। তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ইরফান খানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইট, ‘ইরফান খানের মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত। তিনি আমাদের সময়ের সবচেয়ে ব্যতিক্রমী অভিনেতা ছিলেন। তাঁর কাজ চিরকাল আমাদের মনে থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন, ‘আমাদের দেশের অন্যতম বহুমুখী অভিনেতা ইরফান খানের মৃত্যুসংবাদ পেয়ে আমি বিচলিত ও শোকাহত। তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা থাকল। ঈশ্বর তাঁদের শক্তি দিন। তাঁর আত্মার শান্তিকামনা করি।’