পঞ্চকুলা:করোনাভাইরাস মহামারি এক ঝটকায় চেনা পৃথিবীটা যেন বদলে দিয়েছে। ভাইরাস মোকাবিলায় লকডাউন চলছে। সংক্রমণের উদ্বেগের মধ্যেই জীবনের ছোটখাটো খুশি উপভোগ ও ভাগ করে নিচ্ছেন সবাই। লকডাউনের কারণে আর আগের মতো সবাই নিশ্চিন্তে রাস্তায় নেমে পড়তে পারছেন না। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গৃহবন্দি থাকাটাই এখন দস্তুর। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ঘটনা সামনে আসছে, যা সকলের মন জয় করে নিচ্ছে। এক প্রবীণকে খুশি করতে পঞ্চকুলা পুলিশের এমনই একটি উদ্যোগ নজর কেড়েছে। কঠিন সময়ে পুলিশ কর্মীরা ওই বৃদ্ধকে রীতিমতো সারপ্রাইজ দিলেন। তাঁর জন্য নিয়ে গেলেন কেক, আর পার্টি হ্যাট। এভাবেই আবাসনের দরজার পাশে নিজের অভিনব জন্মদিন পালন করলেন ওই বৃদ্ধ।
ভিডিওতে যে ব্যক্তিকে আবাসনের গেটের দিকে আসতে দেখা গিয়েছে, তার নাম করণ পুরী। পুলিশ তাঁর নাম ধরে ডাকায় তিনি এগিয়ে আসেন। এগিয়ে আসতে আসতে নিজের নাম বলেন তিনি এবং বলেন, তিনি একজন সিনিয়র সিটিজেন, বাড়িতে একাই থাকেন। এরপরই ক্যামেরার পিছন থেকে সম্মিলিত কন্ঠস্বরে জানানো হতে থাকে, জন্মদিনের শুভকামনা-হ্যাপি বার্থ ডে টু ইউ। এতে দৃশ্যতই চমকে যান করণ পুরী। তারপর আর নিজেকে সামলাতে পারেননি। পুলিশ কর্মীরা তাঁকে কেক কাটতে অনুরোধ করেন। কিন্তু তখন তো তাঁর চোখে জল। চোখের জল মুছে এগিয়ে এসে পার্টি হ্যাট পরে নেন। তারপর পুলিশ কর্মীদের হ্যাপি বার্থ ডে গানের মধ্যেই কেক কাটেন তিনি।


সারা বিশ্বকেই যখন মহামারি থমকে গিয়েছে, তখন এই ছোট ছোট মানমিক মুহূর্তগুলি আশার আলো হয়ে ওঠে। আর একটা বার্তা পৌঁছে যায়, এই নজিরবিহীন সময়ে কেউ একা নয়। পারস্পরিক সহানুভূতি, দায়িত্ববোধ অবশ্যই সংকটের সময় কাটিয়ে উঠতে সাহায্য করবে।