ভিডিওতে যে ব্যক্তিকে আবাসনের গেটের দিকে আসতে দেখা গিয়েছে, তার নাম করণ পুরী। পুলিশ তাঁর নাম ধরে ডাকায় তিনি এগিয়ে আসেন। এগিয়ে আসতে আসতে নিজের নাম বলেন তিনি এবং বলেন, তিনি একজন সিনিয়র সিটিজেন, বাড়িতে একাই থাকেন। এরপরই ক্যামেরার পিছন থেকে সম্মিলিত কন্ঠস্বরে জানানো হতে থাকে, জন্মদিনের শুভকামনা-হ্যাপি বার্থ ডে টু ইউ। এতে দৃশ্যতই চমকে যান করণ পুরী। তারপর আর নিজেকে সামলাতে পারেননি। পুলিশ কর্মীরা তাঁকে কেক কাটতে অনুরোধ করেন। কিন্তু তখন তো তাঁর চোখে জল। চোখের জল মুছে এগিয়ে এসে পার্টি হ্যাট পরে নেন। তারপর পুলিশ কর্মীদের হ্যাপি বার্থ ডে গানের মধ্যেই কেক কাটেন তিনি।
সারা বিশ্বকেই যখন মহামারি থমকে গিয়েছে, তখন এই ছোট ছোট মানমিক মুহূর্তগুলি আশার আলো হয়ে ওঠে। আর একটা বার্তা পৌঁছে যায়, এই নজিরবিহীন সময়ে কেউ একা নয়। পারস্পরিক সহানুভূতি, দায়িত্ববোধ অবশ্যই সংকটের সময় কাটিয়ে উঠতে সাহায্য করবে।