মুম্বই: গত ৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। শেষকৃত্যের পর বর্ষীয়ান গায়িকার পরিবারের হাতে তুলে দেওয়া হয় অস্থিভষ্ম। আজ নাসিকের রামকুণ্ডে তাঁর পরিবারের সদস্যরা অস্থিভষ্ম বিসর্জন দেন। কিংবদন্তি গায়িকার ভাইপো আদিনাথ মঙ্গেশকর এবং পরিবারের অন্যান্য সদস্যকরা উপস্থিত ছিলেন সেখানে।


জানুয়ারি মাসের শুরুর দিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিশিষ্ট চিকিৎসক প্রতীত সমদানি জানিয়েছিলেন গায়িকার বয়সের কারণে তাঁর সেরে উঠতে সময় লাগছে। মাঝে ধীরে ধীরে সুস্থও হতে শুরু করেন লতা মঙ্গেশকর। আশার আলো দেখেন অনুরাগীরা। কিন্তু সরস্বতী পুজোর দিনই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান আশা ভোঁসলে। বর্ষীয়ান গায়িকাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার সকালে হাসপাতালেই প্রয়াত হন লতা মঙ্গেশকর। সুর সম্রাজ্ঞীর প্রয়াণে শোকে আচ্ছ্বন্ন অনুরাগীরা।


আরও পড়ুন - Allu Arjun Transformation: কীভাবে 'পুষ্পা রাজ' হয়ে উঠলেন আল্লু অর্জুন? রইল ভিডিও


মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়। তার আগে সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন দেশের বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শাহরুখ খান (Shahrukh Khan), সচিন তেণ্ডুলকর থেকে আমির খান, রণবীর কপূর, রাজ ঠাকরে এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেখানে। শেষ শ্রদ্ধা জানান কোকিলকণ্ঠীকে।


বিরানব্বই বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন লতা মঙ্গেশকর। করোনা এবং নিউমোনিয়ার সমস্যা কেটে গেলেও দুই অসুখের প্রতিঘাত কাটিয়ে উঠতে পারলেন না গায়িকা। মাল্টি অর্গান ফেলিওর হয়ে সরস্বতী পুজোর পরের দিনই অন্য সুরলোকে চলে গেলেন সুর সম্রাজ্ঞী।