কলকাতা: ভালোবাসার সপ্তাহ (Valentines Week) শুরু হয়ে গিয়েছে ইতমধ্যেই। আজ তার চতুর্থ দিন। আজ টেডি ডে (Happy Teddy Day 2022)। ভালোবাসার মানুষরা একে অপরকে আজকের এই বিশেষ দিনে টেডি উপহার দিয়ে থাকেন। মনের মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য কত কী না করেন। আর ভালোবাসার মানুষের কাছ থেকে এমন একটা উপহার পেলে কোন সঙ্গীর মুখে হাসি ফুটবে না। কিন্তু সবসময় দোকান থেকে উপহার কিনে দিতে হবে, এমন কোনও কথা নেই। আপনি যদি নিজের হাতে সেই উপহার তৈরি করে দিতে পারেন, তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। তাই বাড়িতে নিজের হাতে তৈরি করে ফেলুন টেডি বিয়ার। আর উপহার দিন প্রিয় মানুষটাকে। টেডি ডে-তে নিজের হাতে তৈরি করা টেডি উপহার হিসেবে পেলে সঙ্গী দারুণ খুশি হয়ে যাবেন।


১. টেডি বিয়ার (Teddy Bear) তৈরি করার জন্য প্রথমে একটি কাপড় নিয়ে নিতে হবে। নিজের পছন্দ মতো রঙের বড় আকারের কাপড় নিয়ে নিন। যেমন আকারের টেডি বিয়ার বানাতে চাইছেন, সেই মতো নেবেন। মনে রাখবেন এটি দুটি ভাঁজে তৈরি হবে। তাই যেন কম না পড়ে যায়। 


২. এবার একটি মোটা কাগজের উপর টেডি বিয়ারের আকৃতি এঁকে নিন পেন বা পেনসিল দিয়ে। যেমন আকারের আপনি টেডি বিয়ার তৈরি করতে চাইছেন, তেমন আকারের কাগজে আঁকবেন। আর্ট পেপার বা মোটা কাগজের উপর আঁকলে তৈরি করতে সুবিধা হবে।


৩. এবার কাগজটি টেডি বিয়ারের আকারে কাঁচি দিয়ে কেটে নিন।


আরও পড়ুন - Happy Teddy Day 2022: 'টেডি ডে'-তে সঙ্গীকে বিশেষ বার্তায় যা লিখবেন


৪. যে কাপড় দিয়ে টেডি বিয়ার তৈরি করবেন, সেটিকে দু ভাঁজ করে তাতে টেডি বিয়ার আঁকা কাগজটা বসিয়ে সেই অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিন।


৫. টেডি বিয়ারের আকারে কাপড় কেটে নেওয়ার পর দুটো আলাদা দুকরো বেরিয়ে আসবে। এবার সেই দুটি কাপড় উপর নিচ সমানভাবে রেখে ধারগুলো সেলাই করে দিন।


৬. সঠিকভাবে সেলাই করা হয়ে গেলে চোখ নাক, মুখ তৈরির জন্য আলাদা কাপড় কেটে তা তৈরি করে ওই কাপড়ের উপর বসিয়ে সেলাই করে দিন। চোখের জায়গায় পুঁতি বা বোতাম ব্যবহার করলে দেখতে ভালো লাগবে।


৭. এবার নিচের দিকের একটি অংশের সেলাই খুলে সেখান দিয়ে ভিতরে তুলো ভরে আবার ভালো করে সেলাই করে দিন।


৮. ব্যস, আপনার হাতে তৈরি টেডি বিয়ার তৈরি। নিজের হাতে রঙিন কাগজ দিয়ে মুড়ে উপহার দিন প্রিয়জনকে।