নয়াদিল্লি : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, জানানো হল শিল্পীর পরিবারের তরফে।  জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন কিংবদন্তী তবলা-শিল্পী। ৭৩ বছরে শেষ নিশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তী তবলা-শিল্পী। 


গত কয়েকদিন ধরেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন হাসপাতালে। কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তবলা মায়েস্ত্রো। মার্কিন মুলুকে একটি হাসপাতালের আইসিইউতে চলছিল তাঁর চিকিৎসা।  কিন্তু রক্তচাপ ও হৃদযন্ত্রের সমস্যার কোনও উন্নতি হয়নি।  সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যাই কেড়ে নিল তবলার জাদুকরকে। 


রবিবারই পিটিআই জানায়, জাকির হোসেনের বন্ধু বিখ্যাত বংশীবাদক রাকেশ চৌরাসিয়া তাঁর প্রয়ানের খবর জানিয়েছেন। পরে পরিবারের তরফে কেউ কেউ এই খবর ভুল বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। জানানো হয়, তিনি আশঙ্কাজনক, সবাই যেন তাঁর আরোগ্য কামনা করে।  পরে সংবাদ সংস্থা পিটিআই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। 


তাঁর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীতজগতে। তবলায় জাকির হুসেন মানেই ম্যাজিক। ভূষিত হয়েছেন পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রীতে। শেষবার ২০২২সালে কলকাতায় এসে অনুষ্ঠান করেন তিনি। ৬৬ তম গ্র্যামি পুরস্কারের মঞ্চে তিন-তিনটি পুরস্কার পেয়েছিলেন তবলা-শিল্পী।  বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স, বেস্ট কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম এবং বেস্ট গ্লোবাল মিউজিক বিভাগে পুরস্কারে সম্মানিত হন তিনি ।  


প্রবাদপ্রতিম শিল্পীর প্রয়ানে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী লেখেন, 'কিংবদন্তী তবলা বাদক উস্তাদ জাকির হুসেন জির প্রয়াণে গভীরভাবে শোকাহত।  অনন্য প্রতিভা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে বিপ্লব ঘটিয়েছিলেন জাকির হুসেন। তাঁর অতুলনীয় ছন্দ লক্ষ লক্ষ মানুষকে বিমোহিত করেছে। তিনি বিরামহীনভাবে ভারতীয় শাস্ত্রীয় ঐতিহ্যকে বিশ্ব সঙ্গীতের সঙ্গে মিলিয়েছেন।  এইভাবে সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন তিনি। তাঁর আইকনিক পারফরম্যান্স এবং প্রাণবন্ত সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্মের শিল্পী এবং সঙ্গীতপ্রেমীদের অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং বিশ্বসঙ্গীত জগতের প্রতি আমার আন্তরিক সমবেদনা।' 


মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রখ্যাত উস্তাদ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক উস্তাদ জাকির হুসেনের অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। এটি দেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা  তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য একটি বিশাল ক্ষতি। আমি মহান শিল্পীর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।