মুম্বই:  বলিউডের অ্যাকশন হিরো অক্ষয় কুমার, এইমুহূর্তে ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি 'জলি এলএলবি-২'র প্রচার নিয়ে। এই ছবির প্রচারের উদ্দেশ্যে তিনি ছোটপর্দার একাধিক শোয়ে হাজিরও হয়েছেন। এসবের মাঝেই সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন 'আপ কি আদালত' নামের ছোটপর্দার এক টক-শোয়ে। সেখানেই তাঁকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়, যা যথেষ্ট  ডিপ্লোমেটিকালি সামলেছেন এই অভিনেতা।

তবে বিভিন্ন প্রশ্নবাণের মধ্যে হঠাৎ করেই শোয়ের সঞ্চালক অক্ষয়কে তাঁর বলিউডের সহ-অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। একসময় তাঁরা দুজন বহু ছবিতে অভিনয় করেছিলেন। বক্সঅফিসকে পাঁচটি ব্লকব্লাস্টার ছবি উপহারও দিয়েছেন। আর সেসময়ই প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতার কথা। ২০০০ সালের ঘটনা এগুলো। তারপরই শক্ত হাতে হাল ধরেন অক্ষয়ের সহধর্মীনি টুইঙ্কল। প্রিয়ঙ্কার সঙ্গে ছবি করা একেবারেই কমিয়ে ফেলেন তিনি।

 এপ্রসঙ্গে অক্ষয়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এরকম কোনও কারণে তাঁদের একে অপরের সঙ্গে কাজ করা কমে যায়নি। পরিচালক, প্রযোজক তাঁদের আর একসঙ্গে কাস্ট করেননি, তাই দর্শক আর দেখতে পাননি। তবে যদি সেরকম কোনও সুযোগ আসে, তাহলে তিনি নিশ্চয়ই প্রিয়ঙ্কার সঙ্গে কাজ করবেন। আর সমস্যা থাকলে তিনি সেটা নিজে অভিনেত্রীর সঙ্গে ফোন করে মিটিয়ে নিতে চান।

তাঁর সম্প্রতি প্রযোজক একতা কপূর, কোরিওগ্রাফার ফারহা খানের সঙ্গে সমস্যা হয়েছে বলে শোনা যাচ্ছে, প্রশ্ন ছিল সঞ্চালকের। এই প্রশ্নের উত্তরে আবারও একইরকমের স্বতস্ফূর্ত জবাব দেন অক্ষয়, তিনি নিজে ফোন করে সব সমস্যা সমাধান করে নেবেন বলে জানান।