কুয়েত সিটি:  পাকিস্তান, সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও ইরান-এই পাঁচ দেশের নাগরিকদের ভিসা প্রদান নিষিদ্ধ করল কুয়েত। এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার সাতটি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, ১২০ দিন পর্যন্ত সমস্ত শরণার্থী ও ৯০ দিন পর্যন্ত মুসলিম প্রধান সাত দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এই দেশগুলো হলো ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেন।
এরপরই জারি হল কুয়েতি নিষেধাজ্ঞা।কুয়েত সরকারের পক্ষ থেকে নিশিদ্ধ দেশগুলির ভিসা প্রার্থীদের ভিসার আর্জি না জানাতে বলা হয়েছে। চরমপন্থী জঙ্গিরা যাতে কুয়েতে ঢুকতে না পারে, সেজন্যই এই নিষেধাজ্ঞা বলে সে দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ট্রাম্পের নির্দেশের আগে বিশ্বের একমাত্র দেশ হিসেবে সিরিয় নাগরিকদের সে দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত। ২০১১-তেই সমস্ত সিরিয়দের ভিসা স্থগিত করেছিল কুয়েত সিটি।
উল্লেখ্য, কুয়েতে প্রচলিত রয়েছে কঠোর সাংস্কৃতিক আইন। ২০১৫-তে একটি শিয়া মসজিদে বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। গাল্ফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)-র সদস্য দেশ কুয়েত। ১৯৯০ থেকেই জিসিসি-র নিরাপত্তার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা।