লেহেঙ্গায় ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চ মাতালেন লাস্যময়ী শিল্পা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2018 08:23 PM (IST)
1
ছবি-- ফটোকর্প
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
সেখানে তিনি বলেছিলেন, দিল্লি হল একটা ফ্যাশন হাব। বিশেষ করে, ভারতীয় ফ্যাশনের জন্য দিল্লির কোনও তুলনা নেই।
3
গত বছর, দিল্লিতে হওয়া এমনই একটি ফ্যাশন শোয়ে তিনি মন খুলে প্রশংসা করেছিলেন।
4
অভিনেত্রীর মতে, ফ্যাশনে দিল্লি ও মুম্বইকে কেউ টেক্কা দিতে পারবে না।
5
শিল্পাকে এই পোশাকে ভীষণই আকর্ষণীয় দেখাচ্ছিল। এর সঙ্গে তাঁর সৌন্দর্য্য ও ভঙ্গি শোয়ের রোশনাই আরও বাড়িয়ে দিয়েছিল।
6
ল্যাকমে ফ্যাশন উইক ২০১৮ তে ওয়েডিং কালেকশনের শোস্টপার ছিলেন ৪২ বছরের অভিনেত্রী।
7
লেহেঙ্গায় ল্যাকমে ফ্যাশন উইকের শেষদিন ডিজাইনার জয়ন্তী রেড্ডির নকশা করা সোনালী লেহেঙ্গা পরে র্যাম্পওয়াক করলেন শিল্পা।
8
ছবিতে দেখতে পাচ্ছেন শিল্পা শেট্টি কুন্দ্রাকে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -