নয়াদিল্লি: বুধবার ইডি-র (Enforcement Directorate) কাছে হাজিরা দিলেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। তাঁর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'লাইগার'-এর (Liger) জন্য তহবিলের উৎস সংক্রান্ত তদন্তের জন্য ডেকে পাঠানো হয় তাঁকে। হায়দরাবাদে (Hyderabad) ইডি-র আঞ্চলিক অফিসে তাঁকে হাজির দিতে হয়।
ইডি-র কাছে হাজিরা দিলেন বিজয় দেবেরাকোন্ডা
বিজয় দেবেরাকোন্ডাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 'লাইগার' তৈরির ক্ষেত্রে আর্থিক তছরুপের তদন্তের জন্য তাঁকে ডাকা হয় হায়দরাবাদের অফিসে। কেন্দ্রীয় সংস্থা 'ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন' লঙ্ঘনের অভিযোগের তদন্ত করছে। সূত্রের খবর অনুযায়ী, ছবির ফান্ড কোথা থেকে আসত সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিনেতাকে। এছাড়া বিজয় দেবেরাকোন্ডার পারিশ্রমিক, মার্কিনি বক্সার মাইক টাইসন সহ বাকি অভিনেতাদের পারিশ্রমিক সম্পর্কেও প্রশ্ন করা হতে পারে।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর ইডি আধিকারিকেরা গোটা দিন ধরে চিত্র পরিচালক পুরী জগন্নাদ ও অভিনেতা-প্রযোজক চারমি কৌরকে জেরা করেন। হিন্দি-তেলুগু ছবি 'লাইগার'-এ যে টাকা বিনিয়োগ করা হয়েছে তার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। চলতি বছরের অগাস্ট মাসে মুক্তি পায় এই ছবি।
এই ছবিতে মার্কিন তারকা বক্সার মাইক টাইসন ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। রিপোর্ট অনুযায়ী, এই ছবির বাজেট ১২৫ কোটি টাকা। বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে অভিনীত এই ছবির বিস্তৃত অংশের শ্যুটিং হয়েছে লাস ভেগাসে। তবে বক্স অফিসে ভালই ব্যবসা করেছে এই ছবি।
এক কংগ্রেস নেতা সন্দেহজনক মাধ্যমে সিনেমায় বিনিয়োগের বিষয়ে অভিযোগ দায়ের করার পরে ইডি তদন্ত শুরু করে। তাঁর অভিযোগ, এই ছবিতে একাধিক রাজনীতিকও বিনিয়োগ করেছেন। কালো টাকা সাদা করার এটাই সহজতম উপায় বলে দাবি তাঁর।
আরও পড়ুন: Malaika Arora Pregnancy: মা হচ্ছেন মালাইকা! কী বললেন অর্জুন?
তদন্তকারী সংস্থার সন্দেহ, বেশ কয়েকটি কোম্পানি চলচ্চিত্র নির্মাতাদের অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করেছে। যারা টাকা দিয়েছে এবং মাইক টাইসন এবং প্রযুক্তিগত ক্রু সহ বিদেশী অভিনেতাদের কীভাবে অর্থ প্রদান করা হয়েছে সেই সম্পর্কে বিশদ বিবরণ দিতে বলা হয়েছে।