মুম্বই: সলমন খানের সুপারহিট সিনেমার বজরঙ্গি ভাইজান-এর ছোট্ট 'মুন্নি' তথা হর্ষালি মালহোত্রকে মনে আছে? কবির খানের ২০১৫ সালের এই সিনেমায় হর্ষালির অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছিল। পাঁচ বছর আগে এই সিনেমা মুক্তি পেয়েছিল। এখন অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে, সেই ছোট্ট 'মুন্নি' এখন কতটা বড় হল। এর উত্তর হল, হ্যাঁ, অনেকটাই বড় হয়ে গিয়েছে হর্ষালি। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম পেজে দীপাবলি উদযাপনের একটি ছবি শেয়ার করেছেন।



হর্ষালি ইনস্টাগ্রামে খুবই সক্রিয় এবং তাঁর দৈনন্দিন জীবনের নানা ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনুরাগীদের জন্য। দীপাবলিতে যে ছবি তিন শেয়ার করেছেন, সেখানে তাঁকে টুকটুকে লাল রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। এই ছবিগুলির মধ্যে একটিতে তাঁকে দিয়া হাতে দেখা গিয়েছে। অন্য একটি ছবিতে একটি রঙ্গোলির পাশে বসে থাকতে দেখা গিয়েছে। ওই রঙ্গোলি হর্ষালি নিজের হাতে তৈরি করেছেন বলে মনে হচ্ছে। অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।




হর্ষালি ভাই দুজ পালনের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এই অনুষ্ঠানে তাঁকে গোলাপি রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে।




শিশুশিল্পী হিসেবে সলমন খানের 'বজরঙ্গি ভাইজান' সিনেমার মাধ্যমে হর্ষালির বলিউডে অভিষেক হয়। সিনেমায় বাকশক্তিহীন ছয় বছরের পাক বালিকার ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। শিশুটি ভারতে ঢুকে পড়ে হারিয়ে গিয়েছিল। তাকে নানা প্রতিকূলতা উপেক্ষা করে বজরঙ্গি ভাইজান-এর পাকিস্তানে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অশ্রুসজল কাহিনীই ছিল সিনেমার বিষয়বস্তু। ওই বছর সেরা অভিষেককারী অভিনেত্রীর সম্মানও পেয়েছিলেন হর্ষালি।
পরে হর্ষালিকে টেলি সিরিজ 'কবুল হ্যায়' এবং 'লওট আও তৃষা'-তে দেখা গিয়েছে।