নয়াদিল্লি: তাঁকে এক কথায় অনেকেই টেলিভিশনের রানি বলে ডাকেন। তিনি একতাল কপূর (Ekta Kapoor)। টেলিভিশন দুনিয়ায় যাঁর একচ্ছত্র আধিপত্য। তবে আপাতত তিনি শিরোনামে রয়েছেন তাঁর গেম শো 'লক আপ'-এর (Lock Upp) সুবাদে। কিন্তু সেই অনুষ্ঠানই তাকে এবার আইনি সমস্যায় ফেলল। কীরকম?


আইনি জটিলতায় 'লক আপ'


আইনি ঝামেলায় জড়াল 'লক আপ'। প্রায় শেষের দিকে পৌঁছে গেছে এই অনুষ্ঠান। সেই সময়ে হায়দরাবাদ পুলিশ (Hyderabad Police) অল্ট বালাজি, এম এক্স প্লেয়ার এবং এন্ডেমল শাইনের (ALTBalaji, MX Player and Endemol Shine) বিরুদ্ধে চুরির অভিযোগে (alleged plagiarism) এফআইআর করেছে। সূত্রের খবর অনুযায়ী, তদন্তও শুরু করেছে হায়দরাবাদ পুলিশ।


প্রাইম মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর, হায়দরাবাদের সানোবের বেজ, এই শো বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে একটি অভিযোগ দায়ের করেছিলেন এবং তাঁকে নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। 


পরে, সিটি সিভিল কোর্ট ২৯ এপ্রিল অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেয়। তিনি 'জেল'-এর আদলে সেট তৈরির ধারণাটি চুরি করার জন্য তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ করেছেন এবং শোয়ের নির্মাতাদের সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।


সম্প্রতি, তিনি বলেন যে এটি তাঁর কাছে খুব অবাক লাগছে যে অনুষ্ঠানটি এখনও চলছে। 'শোর সম্প্রচার বন্ধ না হওয়ায় হতবাক, আমাকে পুলিশের দরজায় কড়া নাড়তে হল। হায়দরাবাদ পুলিশ পরিস্থিতি বিশদভাবে বোঝার এবং যাচাই করার পরে এই বিষয়ে আইপিসির ৪২০, ৪০৬ এবং ৪৬৯ ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করেছে। হায়দ্রাবাদের কাঞ্চনবাগ থানায় ৪ মে ২০২২ তারিখের এফআইআর এবং ৮৬/২২ নম্বর সহ বিস্তারিত উল্লেখ রয়েছে।'


গত ফেব্রুয়ারিতে উল্লিখিত ব্যক্তি তাঁর আইডিয়া চুরির করার অভিযোগ তোলেন অনুষ্ঠানের প্রযোজক অভিষেক রেগের বিরুদ্ধে। 


অভিযোগকারীর কথায়, 'আমি জানি যে একতা কপূরের বিরুদ্ধে আপত্তিকর বিষয়বস্তু এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর পরিবারের অশালীন প্রতিনিধিত্বের জন্য তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর রয়েছে এবং তিনি এবং তাঁর সংস্থা যেভাবে আইনের অপব্যবহার করছেন তাতে আতঙ্কিত। ধনী ও ক্ষমতাবানরা আইনের বিচারের পথে বাধা হয়ে দাঁড়ায় বলে পুলিশ ও বিচারকদের শোকজ আমরা শুনেছি। আমি বিশ্বাস করি একজন ব্যক্তি যত বড়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাঁর তত বেশি।'


তিনি জানান, হায়দরাবাদ পুলিশ আরও তদন্তের জন্য গতকাল, ৬ মে মুম্বই পৌঁছেছে।