মুম্বই: ছবি মুক্তি পাক বা না পাক, বরাবরই খবরে থাকেন তিনি। একবার ফের আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন তিনি। অভিনেত্রীর দাবি, বলিউড (Bollywood) এবং ফ্যাশন দুনিয়ায় অল্পবয়সি ছেলেমেয়েদের উপর যৌন নিপীড়ন চালানো কিছু আহামরি বিষয় ন। মায়ানগরী যেমন স্বপ্ন দেখায়, সারাজীবন বয়ে বেড়াতে হয় এমন ক্ষতও তৈরি করে দেয় মানুষের জীবনে।
বলিউড সম্পর্কে ফের বিস্ফোরক কঙ্গনা
রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর অনুকরণে তৈরি ‘লক আপ’ (Reality SHow Lock Up) নিয়ে এই মুহূর্তে ব্যস্ত কঙ্গনা। ফেব্রুয়ারি মাস থেকে অনুষ্ঠানটির OTT সম্প্রচার শুরু হয়। সেই থেকে লাগাতার খবরে রয়েছে ‘লক আপ।’ সম্প্রতি তার ‘জাজমেন্ট ডে’ পর্বেই বলিউড সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা। তিনি বলেন, “এখানেও #MeToo হয়েছিল। কিন্তু তার ফলাফল কী হল? কিছুই নয়। বরং যে সমস্ত মেয়ে মুখ খুলেছিলেন, তাঁরাই গায়েব হয়ে গিয়েছেন। কয়েক জনকে সমর্থন করায় আমাকেও ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ করা হয়েছে।”
আরও পড়ুন: Aparajito: সত্যজিৎ রায়ের জন্মদিনে মুম্বইতে প্রদর্শিত হল অনীক-জিতুর 'অপরাজিত'
অনুষ্ঠানের এ প্রতিযোগী, সয়েশা শিন্দেও এ নিয়ে মুখ খোলেন। তিনি জানান, বলিউডের এক নামজাদা ডিজাইনারের অনুরাগী ছিলেন তিনি। তাই তিনি ডেকে পাঠানোয় উৎফুল্ল বোধ করেছিলেন। কিন্তু ওই ডিজাইনার একবার নিজের ঘরে ডেকে পাঠান তাঁকে। একই সঙ্গে সাত-আটজন ছেলেকেও ঘরে ডাকেন তিনি। ওই ডিজাইনারের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা মেনে নেন সায়েশা। কিন্তু তাঁর পাশাপাশি, ওই সাত-আটজন ছেলের সঙ্গেও ওই ডিজাইনাল শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে জানান তিনি।
শুরু থেকেই খবরের শিরোনামে ‘লক আপ’
কঙ্গনাকে নিয়ে ‘লক আপ’ তৈরি করেছেন টেলি কুইন একতা কপূর (Ekta Kapoor)। অল্ট বালাজি এবং MXPlayer-এ অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। কঙ্গনা সঞ্চালকের ভূমিকায় রয়েছেন। অভিনেতা কর্ণ কুন্দ্রা রয়েছেন কারাপালের ভূমিকায়। আগামী সপ্তাহে ‘লক আপ’-এর গ্র্যান্ড ফিনালে রয়েছে।