সন্তানদের সঙ্গে খুনসুটিতে মজে বলিউডের নতুন মায়েরা, দেখুন!
টিভি অভিনেত্রী নবীনা বোলে শেয়ার করেছেন মেয়ে কিমায়রার সঙ্গে মিষ্টি একটি ছবি। সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আবহে এখন ভীষণই সাবধানী তিনি।
ঘুমোলে সব বাচ্চাকেই বড্ড মিষ্টি দেখায়। তাই ঘুমন্ত নানা পোজে সন্তানের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ব্রুনা আবদুল্লা।
২০১৯ এর সেপ্টেম্বরে প্রেমিক জ্যাকসের সন্তানের মা হয়েছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন। ছেলে অ্যানড্রিয়াসকে নিয়ে বাড়িতে দারুণ কাটছে এই সময়টা।
১১২জুলাই কন্যা নাইরাকে পৃথিবীতে এনেছেন নেহা। তাই এসময়টা খুব সাবধানে কাটাচ্ছেন দুজনে। আর মায়ের কোলে মেয়ের ঠোঁটে মিষ্টি হাসি লেগেই আছে।
ফেব্রুয়ারি মাসেই মা হয়েছেন কল্কি কোয়েচলিন। তাই একরত্তি মেয়েকে নিয়ে এখন জারুণ কাটছে সময়। মেয়ে সাপহোর সঙ্গে চলছে জমিয়ে খুনসুটি।
গৃহবন্দি মানেই মন খারাপের সময় নয়। বরং কোয়ারেন্টিন থেকে মাতৃত্বের আনন্দ চেটেপুটে উপভোগ করছেন বলিউড অভিনেত্রীরা। সদ্য-মা-হওয়া সেই সব তারকারা ছবি শেয়ার করলেন সন্তানদের সঙ্গে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -