কলকাতা: আসানসোলে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিংহ। গতকাল প্রার্থী ঘোষণা, আজই সরে দাঁড়ালেন ভোজপুরি শিল্পী পবন। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীপদ থেকে সরলেন তিনি। পবনকে প্রার্থী করার পর থেকেই বাংলা বিদ্বেষী বলে লাগাতার আক্রমণ তৃণমূলের।
পবন সিংহর মিউজিক অ্যালবামের কভারপেজ পোস্ট করে লাগাতার আক্রমণ। পবনের বিরুদ্ধে বাংলার মহিলাদের অসম্মানের অভিযোগ তৃণমূলের। (Pawan Singh)
শনিবার সন্ধেয় লোকসভা নির্বাচনের আগে প্রথম প্রার্থিতালিকা ঘোষণা করে BJP, তাতে আসানসোল থেকে পবনকে প্রার্থী করা হয়। এর পরই BJP-কে আক্রমণ করতে নেমে পড়ে তৃণমূল। তাঁর বিভিন্ন গানের অ্যালবামের ভিডিও পোস্ট করে আক্রমণ শানানো হয়। পবন বাংলার মহিলাদের অপমান করেছেন বলেও অভিযোগ করা হয়। BJP-র অন্দরেও বিষয়টি নিয়ে আপত্তি উঠতে শুরু করে। (Lok Sabha Elections 2024)
তার পরও রবিবার সকালে আসানসোলে পবনের সমর্থনে দেওয়াললিখন চলছিল। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরে যাওয়ার কথা জানান পবন। তিনি লেখেন, 'ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বকে কৃতজ়্তা জানাই। আমাকে বিশ্বাস করে আসানসোলে প্রার্থী ঘোষণা করেন তাঁরা। কিন্তু কিছু কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে লড়তে পারব না'।
এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "আসানসোলে শত্রুঘ্ন সিনহা ৩ লক্ষের উপর লিড ছিল। বিপুল ভোটে জিতবে তৃণমূল। ওঁদের প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল। চক্ষুলজ্জার খাতিরেই প্রার্থী সরাতে হল ওদের।"
পবনের নাম প্রত্যাহার করে নেওয়া নিয়ে মুখ খুলেছেন BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি যদিও এ নিয়ে কোনও ব্যাখ্যায় যাননি। তাঁর কথায়, "ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। কেন নাম প্রত্যাহার করলেন, জানি না। আমাদের দল পৃথিবীর মতো সবচেয়ে বৃহত্তম। কথা না বলে নিশ্চয়ই এই সিদ্ধান্ত নেননি তিনি। দলের শীর্ষ নেতৃত্ব দেখবেন বিষয়টি।" তবে শুধু তৃণমূলই নয়, BJP-র অন্দরেও পবনকে প্রার্থী করা নিয়ে মতবিরোধ ছিল। আসানসোলের মহিলারাও খুশি হননি বলে জানা যাচ্ছে।