নয়াদিল্লি: বলিউড অভিনেতা সানি দেওল (Sunny Deol) আপাতত তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত 'গদর ২' (Gadar 2) ছবির বিপুল সাফল্য উপভোগ করছেন। এরই মধ্যে তাঁর রাজনীতি (politics) নিয়ে ভাবনাচিন্তারও প্রসঙ্গ উঠেছে। ভোটে দাঁড়িয়ে নয়, দেশের মানুষের পরিষেবা তিনি ছবি তৈরির মাধ্যমেই করতে চান, জানালেন সানি দেওল। 


ভোটে দাঁড়ানো প্রসঙ্গে মুখ খুললেন সানি দেওল


সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি দেওল বলেন, 'আমি কোনও ভোটে লড়তে চাই না। আমি বিশ্বাস করি আমার ভোট হবে অভিনেতা হিসেবে। আমি মনে করি আমি দেশের মানুষের কাজে লাগতে পারব একমাত্র অভিনেতা হিসেবে আর সেটাই আমি করছি। আমার দৃঢ় বিশ্বাস যে আমি যুব সম্প্রদায়কে, দেশকে যা দিতে পারি, সেটা একজন ভাল অভিনেতা হিসেবে এবং ভাল প্রজেক্ট নিয়ে এসে।'


গুরদাসপুরের সাংসদ, অভিনেতা সানি দেওল সম্প্রতি 'প্রয়োজনীয় স্থানে অনুপস্থিত' হওয়ার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছিলেন যখন তাঁর নির্বাচনী এলাকা অবিরাম বৃষ্টিপাতে ডুবে গিয়েছিল। এমনকী তাঁর নির্বাচনী এলাকার ভোটাররা একত্রিত হয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে এবং গুরদাসপুর জেলার জগতাপুর তান্ডা গ্রামের বিয়াস নদীর ভাঙ্গন রোধ করার কাজটি সম্পন্ন করে। সানি দেওল, তাঁর বর্তমান দলীয় সহকর্মী সুনীল জাখরকে পরাজিত করেন, যিনি সেই সময়ে কংগ্রেসে ছিলেন, ২০১৯ সালের সাধারণ নির্বাচনে এবং সানি গুরুদাসপুরের সাংসদ নির্বাচিত হন।


প্রসঙ্গত,  সানি দেওলের 'গদর ২' আপাতত বক্স অফিসে ঝড় তুলেছে। গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে এই ছবি। মুক্তির পর দ্বিতীয় সোমবারেও এই ছবি দুই অঙ্কের সংখ্যায় আয় করেছে। ট্রেড অ্যানালিস্টদের (Trade Analyst) দাবি অনুযায়ী এই ছবি গতকাল ১৪ কোটি টাকার ব্যবসা করেছে, যার ফলে ছবির এখনও পর্যন্ত মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৩৮৯.১০ কোটি টাকায়।


আরও পড়ুন: Srabanti Chatterjee: মহাকাশে পাড়ি 'শ্রাবন্তী'র, অভিনেত্রীর নামে তারার নামকরণ, পোস্টে উচ্ছ্বাস প্রকাশ


'গদর ২' ছবির সাফল্যের আবহে শোনা যাচ্ছিল এবার সানি দেওল মন দিচ্ছেন 'বর্ডার ২' (Border 2) ছবিতে। তবে অভিনেতা জানিয়েছেন যে তিনি অন্য কোনও ছবির কাজে সই করেননি এখনও। ফলে 'বর্ডার ২' তৈরি এখনও জল্পনাই।          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial