কলকাতা: এখনও 'লক্ষ্মী ছেলে'-র (Lokkhi Chele) ম্যাজিক! ৫০ দিন পার করেও নন্দনে হাউজফুল কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-র ছবি। আর বাংলা চলচ্চিত্রে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করে নিলেন উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। উইন্ডোজ (Windows) -এর এই ছবি দর্শকদের কাছে আজও চিরনতুন যেন।


কৌশিক-উজানের 'লক্ষ্মী ছেলে' ২৬ অগাস্ট মুক্তি পেয়েছিল। কুসংস্কার ও অন্ধ বিশ্বাস কীভাবে মানুষের জীবনে প্রভাবিত করে, আবার জীবন কাড়তেও পারে, সেই গল্পকেই তুলে ধরেছিল 'লক্ষ্মী ছেলে'। ৫০ দিন পরেও সপ্তাহান্তে হল ভরছে দর্শকে।           



                                                        


'ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়?' ছোটবেলার পাঠ্যে পড়া সেই প্রশ্ন যেন এবার রুপোলি পর্দায়। ছবি বিষয়বস্তু জানা গিয়েছে ইতিমধ্যেই। এক শিশু কিন্তু তার চারটি হাত। বিজ্ঞানের ব্যাখ্যায় এর যুক্তি মিললেও অন্ধবিশ্বাসে এর যুক্তি আলাদা, অবান্তর। কুসংস্কার বনাম বিজ্ঞানের এমনই এক দ্বন্দ্ব ফুটে উঠেঠে নতুন ছবি 'লক্ষ্মী ছেলে'-তে।                                                                                                                                             


আরও পড়ুন: Anirban Bhattacharyya: বাদল সরকারকে গানের সুরে শ্রদ্ধা, কলম ধরলেন পরিচালক অনির্বাণ


ছবি মুক্তির আগে এবিপি লাইভকে সাক্ষাৎকার দিতে গিয়ে কৌশিক বলেছিলেন, 'লক্ষ্মী ছেলে এই সময়ে দাঁড়িয়ে খুব জরুরি একটা ছবি। কম বেশি বিশ্বাস আমাদের সবার মধ্যেই রয়েছে। যেমন ধরুন, খুব উত্তেজনার খেলা দেখছি। সেইসময় কেউ এসে বসলে যদি উইকেট পড়ে, তাকে আর উঠতে দেওয়া হয় না। আমি আর উজান খেলা দেখার সময় কতবার এমন করে চূর্ণীকে বসিয়ে রেখেছি। এমনকি ক্রিকেটারদের মধ্যেও এমন বিশ্বাস আছে। তবে এই বিশ্বাস যতক্ষণ না কারও জীবনে কোনও ক্ষতি করছে, এগুলোকে 'কু' বলা চলে না। কিন্তু অন্ধবিশ্বাস যদি মানুষের জীবন নিয়েই প্রশ্ন তোলে, সেটা অবশ্যই খারাপ। এমনই একটা গল্প বলবে 'লক্ষ্মী ছেলে''।