কলকাতা: গানে গানে স্রষ্টাকে শ্রদ্ধা। প্রতি মুহূর্তে যেন ধন্যবাদ জানানো বাংলা নাটকের প্রতি, থিয়েটারের প্রতি, ছবির প্রতি তাঁর অবদানকে। মুক্তি পেল অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) পরিচালিত 'বল্লভপুরের রূপকথা' ছবির দ্বিতীয় গান, 'বাদল সরকারের গান'                                                                                                               


ক্যামেরার লেন্সে প্রথমেই উঠে এসেছে কলকাতার অলিগলির গল্প। উত্তর কলকাতার আনাচে কানাচে ঘুরতে থাকা সেই ক্যামেরা যান তুলে ধরেছে পুরনো দিনের দলিলকে। আর তারপর বাদল সরকারে অবদান থেকে শুরু করে ছবির গল্পের আঁচ, সবটাই সুরে সুরে।                                                                                                                                   


আরও পড়ুন: Bollywood Celebrity Updates: 'মা হয়েছো, বাড়িতে থাকো, বাড়ির দেখাশোনা করো', কোন জনপ্রিয় বলি নায়িকাকে শুনতে হয়েছিল?     


এই গানটি রচনা করেছেন ও কম্পোজ করেছেন পরিচালক স্বয়ং। আয়োজন করেছেন দেবরাজ ভট্টাচার্য্য ও শুভদীপ গুহ। বাংলা বিনোদন দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র অনির্বাণ ভট্টাচার্য। তিনি একাধারে নাট্যকর্মী, চিত্র ও সিরিজ পরিচালক, অভিনেতা, গায়ক। শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ফিচার ছবি 'বল্লভপুরের রূপকথা'।