Controversial Film 2023: অন্যরকম কিছু চিন্তা আপামর দেশবাসীর সামনে এলে তা নিয়ে কখনও সখনও শোরগোল শুরু হয়। সমাজমাধ্যম আসার পর থেকে যে কোনও বিষয় নিয়ে মতামত প্রকাশ করতে দেখা যায় সাধারণ মানুষকে আর সেই মতামতের কেন্দ্রে একটা বড় অংশ থাকে সিনেমা। বিশেষত বলিউডের ছবি। এই বছর বেশ কতগুলি ভাল ভাল ছবি মুক্তি পেয়েছে। জওয়ান, পাঠান, কুত্তে, টাইগার থ্রি, জুইগাটো ইত্যাদি বহু ছবির ভিড়ে বছর শেষে মানুষের মনে রয়ে গেছে গুটি কতক ছবির নাম। তাতে যেমন ভাল অভিনয়, ভাল স্টার কাস্ট কাজ করেছে, তেমনই বিতর্কিত ছবিগুলিকেও ভোলেনি মানুষ। চলুন দেখে নেওয়া যাক, ২০২৩ সালে মুক্তি পাওয়া ছবির তালিকায় এমন কোন কোন ছবি রয়েছে যেগুলি নিয়ে বিতর্ক (Controversial Film) সাড়া ফেলেছিল দেশজুড়ে।


আদিপুরুষ (Adipurush)


এ বছর ১৬ জুন সারা দেশে মুক্তি পেয়েছিল ওম রাউত পরিচালিত এই ছবি 'আদিপুরুষ'। ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক দানা বেঁধেছিল এই ছবিকে কেন্দ্র করে। ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করেছিলেন সইফ আলি খান আর তাঁর পোশাক ও মেকআপ নিয়েই সারা দেশেই চরম সমালোচনার মুখে পড়ে এই ছবিটি। সইফ আলি খানের সজ্জা দেখে কোনও অংশেই নাকি তাঁকে রাবণের মত মনে হচ্ছিল না, এমনকি ছবির ট্রেলারে সীতার ভূমিকায় কৃতি শ্যাননকেও অনেকেই মানতে পারেননি। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার জন্য কম কটাক্ষ সহ্য করতে হয়নি 'আদিপুরুষ'কে। আর বিতর্কের কারণে বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি এই ছবি।    


পাঠান (Pathaan)


এর পরেই আসে শাহরুখের (Shah Rukh Khan) 'পাঠান'-এর কথা। বিতর্কিত ছবির তালিকায় শাহরুখ-দীপিকা জুটির এই ছবি একেবারে দ্বিতীয় স্থানে আসবে। ছবির একটি গান 'বেশরম রঙ' ঘিরে বিতর্ক জমে উঠেছিল ছবির মুক্তির আগে থেকেই। এই গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি পরা নিয়ে চরম সমালোচনা করেন অনেকে। 


দ্য কেরালা স্টোরি (The Kerala Story)


বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের পরিচালনায় মুক্তি পেয়েছিল 'দ্য কেরালা স্টোরি'। ছবিটির বিষয়বস্তু কেরালার কয়েকজন ধর্মান্তরিত মুসলিম মেয়েকে ঘিরে। আর তাই নিয়েই সেন্সরের কোপে পড়ে দ্য কেরালা স্টোরি। অদাহ শর্মার অভিনীত চরিত্রটির বাস্তবতা নিয়ে প্রশ্ন ওঠে। তাছাড়া ভুল তথ্যের প্রচারের অপবাদও জুটেছিল এই ছবিকে ঘিরে।


অ্যানিম্যাল (Animal)


সবশেষে এই বিতর্কের তালিকায় নথিভুক্ত হয়েছে সদ্য মুক্তি প্রাপ্ত ছবি 'অ্যানিম্যাল'ও। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিকে নিয়ে প্রথমেই প্রশ্ন ওঠে এত হিংসা-রক্তপাত আর উদ্দাম যৌনতা, অতিরঞ্জিত পৌরুষের বহিঃপ্রকাশ কেন ! বিতর্ক থাকলেও বক্স অফিসে তা কোনও প্রভাব ফেলেনি। এখনও পর্যন্ত সারা দেশে ৮০০ কোটিরও বেশি আয় করে ফেলেছে রণবীর কপূর অভিনীত 'অ্যানিম্যাল'।


আরও পড়ুন: Year Ender 2023: বিপুল বাজেট, নামী তারকা, তারপরও বক্সঅফিসে 'সুপার ফ্লপ' কোন ছবিগুলি?