মুম্বই :‘ডর’ ছবির শাহরুখকে মনে পড়ে? বান্ধবী কিরণের প্রতি কতটা পোজেসিভ ছিলেন তিনি? শাহরুখ ভক্তরা শুনলে অবাক হবেন, বাস্তবেও নাকি কিং খান কিছুটা এমনই নাছোড়বান্দা প্রেমিক ছিলেন! গৌরিকে এতটাই পছন্দ ছিল শাহরুখের, কোনও ঠিকানা ছাড়াই তাঁর খোঁজে মুম্বই পৌঁছে গিয়েছিলেন শাহরুখ। সম্প্রতি নেটফ্লিক্সে ‘মাই নেক্সট গেস্ট নিডস নো ইনট্রোডাকশন’ নামক অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখানেই নিজের লাভ স্টোরি শেয়ার করেন।
নিজের বন্ধুদের সঙ্গে অজানার উদ্দেশেই মুম্বই পৌঁছান শাহরুখ। দিনের পর দিন রাস্তায় খাবার খেয়েছেন, বেঞ্চে শুয়ে রাত কেটেছে। কিন্তু গৌরির খোঁজ পাননি। শেষমেশ টাকাপয়সা শেষ হয়ে যায়। নিজের শখের ক্যামেরাটাও বিক্রি করে দিতে তাঁকে। তবুও একবারও গৌরির খোঁজ না পেয়ে মুম্বই ছাড়ার কথা ভাবেননি তিনি। শেষপর্যন্ত উত্তর মুম্বই থেকে ফেরার সময় একটি প্রাইভেট বিচে গৌরির দেখা পান।
অভিনয়ে আসার আগে নিজের জীবনের সেইসব লড়াইয়ের মুহূর্তগুলি স্মরণ করতে গিয়ে শাহরুখ বলেন গৌরির সঙ্গে দেখা হওয়ার মিষ্টি অনুভূতির কথা।
‘তখন গৌরি একটি টি-শার্ট পরে দাঁড়িয়ে ছিলেন সৈকতে। আমাকে দেখেই ও এগিয়ে আসে, জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঠিক সেই সময় আমার মনে হয়, আমি শুধু শুধুই ওঁর উপর অধিকার দেখাচ্ছিলাম। গৌরির থেকে কেউ আমায় বেশি ভালবাসতে পারে না। আমি আত্মবিশ্বাস ফিরে পেলাম।’, বলেন শাহরুখ।
কিন্তু সেই সময় গৌরিকে পাওয়া এত সহজ ছিল না, বলেন শাহরুখ। পরিবারের আপত্তি, দুই ভিনধর্মের মানুষের প্রেম, অনেক বাধার পর চার হাত এক হয়েছিল শাহরুখ-গৌরির।