কলকাতা: ভিন্ন ধর্মে প্রেম, বিয়ে.. বারে বারে এই ঘটনায় সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া। সদ্য বঙ্গকন্যা দেবলীনা ভট্টাচার্য্যের বিয়ে নিয়েও নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। আর সেই ঘটনার অবশ্য তীব্র প্রতিবাদও করেছেন অভিনেত্রী। তবে, ভিন্ন ধর্মে, বাড়ির অমতে বিয়ে আর কয়েকটা প্রেমের গল্পকেই নিজের ছাঁচে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক (Shieladitya Moulik)। ছবির নাম লুকোচুরি (Lukochuri)।                                                                                                                                                               


ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অঙ্গনা রায় (Angana Roy), রাজদীপ দেব (Rajdeep Dev), সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee), আত্মদীপ ঘোষ (Atmadeep Ghosh), গুলসানারা খাতুন (Gulsanara Khatun), মোমো (Momo) ও সুকন্যাকে (Sukanya)।                   


আরও পড়ুন: Ritabhari Chakraborty: উপহার, ক্রিসমাস ট্রি-তে সাজল বিশেষভাবে সক্ষম শিশুদের স্কুল, সান্টাক্লজ ঋতাভরী


এক অবস্থাপন্ন বাড়িতে চুরি করতে গিয়ে সেই বাড়িরই মেয়ের হাতে ধরা পড়ে মিকি। তাঁদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর? কী পরিণতি হবে সম্পূর্ণ বিপরীত মেরুর এই দুই মানুষের প্রেমের সম্পর্কের? সেই গল্পই বলবে 'লুকোচুরি'। নিজের ছবির মধ্যে দিয়ে বিভিন্ন সম্পর্কের গল্পকেই ফুটিতে তোলেন শিলাদিত্য। তাঁর ছবি 'সোয়েটার' এও ছিল সম্পর্কের বুনোট।