সিঙ্গাপুর: মাদাম তুসো-র মিউজিয়ামে এবার থাকবে শ্রীদেবীর মূর্তি। তাঁর ৫৬-তম জন্মদিনে সিঙ্গাপুরের মাদাম তুসোর মিউজিয়ামের তরফ থেকে টুইট করে জানানো হলো এই কথা।

গত ১৩ অগাস্ট জন্মদিন ছিল এই বলিউড আইকনের। সেইদিনই মাদাম তুসোর মিউজিয়ামের তরফে শ্রীদেবীকে  জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করা হয়। সঙ্গে লেখা হয়, প্রবাদপ্রতিম এই নায়িকাকে সম্মান জানাতে আগামী সেপ্টেম্বর মাসেই মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পাবে শ্রীদেবীর মূর্তি। এই খবরের সঙ্গে একটি ছবিও টুইট করে মিউজিয়াম কর্তৃপক্ষ। তাতেই দেখা গিয়েছে সেই মূর্তির তৈরীর কিছু ঝলক।




এই টুইটের উত্তরে মাদাম তুসো-র মিউজিয়ামকে ধন্যবাদ জানান শ্রীদেবী-র স্বামী বনি কপূর। তিনি লেখেন, তিনি ও তার পরিবার এই পদক্ষেপে তিনি আপ্লুত।




গত ফেব্রুয়ারী দুবাইয়ে বাথটবে ডুবে আকস্মিকভাবে মৃত্যু হয় নায়িকার।