পোর্ট অব স্পেন: ২১ বছরের ঋষভ পন্থের ওপর নির্বাচকরা তো বটেই, দলের অধিনায়ক এবং কোচও ভরসা রাখছে। আর সেই ভরসার যোগ্য সম্মান দিতে চান ঋষভ। সে জন্যই প্রতিদিন উন্নতি করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন দিল্লির এই উইকেটকিপার ব্যাটসম্যান। নিজের পারফর্ম্যান্স তো বটেই, মানুষ হিসেবেও নিজের উন্নতি চান পন্থ।
চলতি ওয়েস্ট ইন্ডিজ সফর সহ আগামী ছয় মাসে একাধিক সিরিজে ভারতের উইকেট কিপার হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ ঋষভ। মহেন্দ্র সিংহ ধোনির পরবর্তী সময়ে তাঁকে নিয়েই সবথেকে বেশি প্রত্যাশা করছে ম্যানেজমেন্ট। যদিও ঋষভ নিজে জানিয়েছেন, আগামী ছয় মাসের বিষয় নয়, তিনি প্রতিটা ম্যাচকেই সমান গুরুত্বের সঙ্গে দেখছেন। তাঁর কথায়, “আমার জীবনের প্রতিটা দিন গুরুত্বপূর্ণ। একজন ক্রিকেটার এবং মানুষ হিসেবে প্রতিদিন উন্নতি করতে চাই।”
চলতি ক্যারিবিয়ান সফরের একটি টি-টোয়েন্টি ম্যাচে ঋষভের অর্ধশতরানের ইনিংসে অনেকেই মুগ্ধ। তবে এরপর যেভাবে সেট হয়ে যাওয়ার পর উইকেট ছুড়ে দিয়ে আসছেন ঋষভ, তাতে অনেকেই তাঁর আরও পরিণত হওয়ার দিকে জোর দিচ্ছেন। ঋষভ নিজেও এই বিষয়টি নিয়ে ভাবছেন। তিনি বলছেন, “আমি বড় স্কোর করতে চাই, কিন্তু ব্যাট করার সময়ে সেটা মাথায় থাকে না। স্বাভাবিক ক্রিকেট খেলতেই বেশি পছন্দ করি। ইতিবাচক ক্রিকেট আমার দলকেও সাহায্য করবে।”
উল্লেখ্য, ২১ বছরের এই তারকা ক্রিকেটার ভারতীয় শিবিরের ম্যানেজমেন্টে বেশ খুশি। সবাইকে যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হচ্ছে তাতে সব ক্রিকেটারই নিজের প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছে, মত ঋষভের।