কলকাতা: পুরনো বছরের কয়েকটা দিন 'চিনি'-র মতোই মিষ্টি কেটেছে তাঁর। কয়েকটা দিন আবার ঘিরে থেকেছে মনখারাপে। সব মিলিয়ে কেমন কাটল পুরনো বছর? প্রথমদিনে কী কী স্বপ্ন নিয়ে বছরটা শুরু করতে চান তিনি? ২০২২ সালে নিজের কাছে নিজে কী কী অঙ্গীকার করলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)?


২০২১ সালে রুপোলি পর্দায় মা মেয়ের রসায়নের গল্প বলেছিলেন মধুমিতা। মৈনাক ভৌমিকের পরিচালনায় অপরাজিতা আঢ্য ও তাঁর ছবি 'চিনি' জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে।  এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে মধুমিতা বলছেন, '২০২১ সালে আমার সবচেয়ে সেরা মুহূর্ত ছিল 'চিনি'-ছবির ১০০ দিন উদযাপন। ওই দিনটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।' আর সবচেয়ে খারাপ মুহূর্ত? একটু ভেবে মধুমিতা উত্তর দিলেন, 'করোনার দ্বিতীয় ঢেউ। খুব মুষড়ে পড়েছিলাম আমরা সবাই। আর এটা ২০২১-এর একটা শিক্ষাও যে প্রথম ঢেউয়ের পর করোনার দ্বিতীয় ঢেউও আসতে পারে। আমরা সবাই হয়তো বিশ্বাস করেছিলাম, প্রথম ঢেউয়ের পর করোনার প্রকোপ কমবে। সেটা নতুন করে বাড়বে আমরা কেউ ধারণাই করিনি। ওটা দুঃস্বপ্ন।'


নতুন বছরে অবশ্য সব খারাপ সরিয়ে আশার বার্তাই দিলেন মধুমিতা। হবে নাই বা কেন? সদ্য নতুন ২টো ওয়েবসিরিজের কাজ সেরেছেন মধুমিতা। হাতে রয়েছে নতুন ছবি 'কুলের আচার'-ও।  নতুন বছরে নায়িকার গলায় তাই আত্মবিশ্বাস। বললেন, 'আমার নতুন বছরের রেজ়োলিউশন হল, প্রচুর নতুন কাজ করব, সিনেমা করব আর নিজেকে সময় দেব। নিজের দক্ষতাগুলোকে ঘষামাজা করে আরও ঝলমলে করে তুলব দর্শকদের কাছে। আর হ্যাঁ, কোনও কাজ ফেলে রাখব না। আমার কিছু কিছু কাজ ফেলে রাখার একটা স্বভাব রয়েছে। এবার থেকে যে যে কাজগুলো করতে হবে সেগুলো সময়ে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব।'


নতুন বছরে প্রেম নিয়ে নতুন করে কিছু ভাবলেন নায়িকা? একটু হেসে মধুমিতার উত্তর, 'আমার কাছে প্রেম আসুক সিনেমার রূপে। আর অনেক নতুন আশা, ভালোথাকা নিয়ে ২০২২ আসুক আমার কাছে।'