কলকাতা: এই বছর কালীপুজোয় বাজি পোড়ানোর ক্ষেত্রে একগুচ্ছ নিয়মবিধি জারি করেছে সরকার। তার উপরেও রয়েছে মায়ের বারণ। আগেই তিনি জানিয়েছিলেন, এবার কালীপুজোয় প্রদীপ দিয়ে বাড়ি সাজাবেন কেবল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতেও দেখা গেল তাইই। প্রদীপ দিয়ে বাড়ি সাজাতে ব্যস্ত নায়িকা মধুমিতা সরকার। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ঝলমলে ছবি।


আজ সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি শেয়ার করেছেন মধুমিতা। সেখানে দেখা যাচ্ছে হলুদ লেহঙ্গায় সেজেছেন তিনি। কানে ভারি দুল, কপালে টিকলি। ক্যাপশানে তিনি লিখেছেন, 'প্রদীপ জ্বালানোর নেশা হয়ে গিয়েছে। শুভ দীপাবলি।' এর আগে এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধুমিতা বলেছিলেন, 'মা বলে দিয়েছে, এইবছর বাজি বন্ধ। আমি ভাইবোনের সঙ্গে আড্ডা মারব, আর হ্যাঁ, প্রদীপ দিয়ে বাড়ি সাজাব। গত কয়েক বছর ধরে এটাই আমার নতুন শখ।' 


এসভিএফের ব্যানারে 'উত্তরণ' ওয়েব সিরিজটির শ্যুটিং সদ্য শেষ করেছেন মধুমিতা। এই সিরিজে তার বিপরীতে দেখা যাবে রাজদীপ গুপ্তকে। অন্যদিকে এই প্রথম সোহিনী সরকারে সঙ্গে পর্দা ভাগ করছেন তিনি। জি ফাইভের ওয়েবসিরিজ 'জাডমেন্ট ডে'-তে দেখা যাবে তাঁকে। মধুমিতা বলছেন, 'দুটো ছবির গল্পের ধারা, চরিত্র সবকিছুই আলাদা। দুটো চরিত্রে অভিনয় করার জন্য আলাদা আলাদা মানসিক প্রস্তুতির প্রয়োজন ছিল। একই সময়ে দুটো আলাদা চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং। তবে আমি অভিনয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। এমন একটা সুযোগ পেয়ে ভীষণ ভালো লাগছে। দুটো কাজ, দুটো অন্যরকম অনুভূতি। তবে হ্যাঁ, 'উত্তরণ'-এ আমায় অনেক কান্নাকাটি করতে হয়েছে।'


সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজস্ব ভিডিও পোস্ট করেন মধুমিতা। কাজের বাইরে প্রিয় সময় কাটানোর মাধ্যম কী সোশ্যাল মিডিয়া? মধুমিতা বলছেন, 'আমি শ্যুটিং-এর মধ্যে একেবারেই ফোন দেখার সময় পাই না। কিন্তু কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট কনটেন্ট বানাতে ভালো লাগে। মাথায় বিভিন্ন পরিকল্পনা থাকে, সেগুলোই ছোট ছোট ভিডিও বানিয়ে পোস্ট করি। যাঁরা এই ধরণের কনটেন্ট বানিয়ে পোস্ট করেন, তাঁদের প্রত্যেকেরই উচিত নিজের বানানো ভিডিওগুলো বার বার দেখা। তবেই বোঝা যাবে কোথায় কোথায় একঘেয়েমি আছে।'