কলকাতা: অষ্টমীর সকালেই ঘোষণা নতুন শুরুর কথা। প্রেম করছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar)। এতদিন একাধিকবার তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এই বিষয়ে কখনও মুখ খোলেননি অভিনেত্রী। তবে এবার একেবারে সরাসরি, সমাজমাধ্যমের পাতায় প্রেমের কথা খোলাখুলি পোশাক করলেন মধুমিতা সরকার। তাঁর প্রেমিক অবশ্য রূপোলি পর্দার মানুষ নন। তাঁর প্রেমিক কী করেন, এই কথাও প্রকাশ্যে আনতে চাননি মধুমিতা। 


অষ্টমীর সকালে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। একটি তাঁর প্রেমিকের সঙ্গে, হাতে হাত রেখে। অন্যটি তাঁর প্রেমিকের সঙ্গে একটি সেলফি। দুজনেই পরেছিলেন কালো পোশাক। মধুমিতা সোশ্যাল মিডিয়ায় ছবি দুটি শেয়ার করে নিয়ে জানিয়েছেন, 'নতুন শুরু'। তাঁর প্রেমিকের নাম দেবমাল্য। তবে এর থেকে বেশি আর কোনও খবর প্রকাশ্যে আনতে চাইলেন না মধুমিতা। 


মধুমিতার সঙ্গে প্রেম করেই বিবাহ হয়েছিল সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)। দুজনেই একটি ধারাবাহিকে অভিনয় করতেন। সেখান থেকেই প্রেমের শুরু। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মধুমিতা ও সৌরভ। তবে তাঁদের সম্পর্ক টেঁকেনি। সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন মধুমিতা ও সৌরভ। তাঁদের আইনত বিচ্ছেদ না হলেও বর্তমানে একাই থাকেন তাঁরা। সৌরভের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে মধুমিতার সঙ্গে একাধিক অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই খবর প্রকাশ্যে কখনও স্বীকার করেননি মধুমিতা। এই প্রথম তিনি প্রকাশ্যে আনলেন যে তিনি প্রেম করছেন। তবে বিবাহ নিয়ে কী পরিকল্পনা তা এখনই ভাবতে নারাজ মধুমিতা। তিনি এখন মন দিতে চান কাজে। 


প্রসঙ্গত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'সূর্য'। বেশ ভালই ব্যবসা করেছে এই ছবি। পুজোর সময়েও প্রেক্ষাগৃহে রয়েছে সূর্য। পার করে ফেলেছে ৭৫ দিন। এই ছবিতে মধুমিতা ছাড়াও ছিলেন বিক্রম ও দর্শনা।


 





আরও পড়ুন: Mallika on Imran Khan: 'মার্ডার'-এ ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন? মুখ খুললেন মল্লিকা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।