কলকাতা: ক্যামেরার সামনে আমরা যা দেখি.. তা কি সবসময় এতটাই সাবলীল হয়? বোধহয় নয়। দীর্ঘদিন স্পটলাইট থেকে দূরে ছিলেন মল্লিকা শেরওয়াত (Mallika Sherawat)। আর এবার, অভিনেত্রীকে দেখা যাবে 'ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও' (Vicky Vidya Ka Woh Wala Video) ছবিতে। আর সেই ছবি নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়েই তাঁর কথায় উঠে এল 'মার্ডার' (Murder)-এর অভিজ্ঞতা। তিনি মল্লিকা শেরওয়াত.. যাঁর 'মার্ডার' ছবিটি সেই সময়ে তোলপাড় ফেলেছিল সেই সময়ে কেমন ছিল সেই ছবিতে কাজ করার অভিজ্ঞতা? 


যে সময়ে মল্লিকা শেরওয়াত 'মার্ডার'-এ কাজ করেছিলেন, সেই সময়ে তিনি ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন। মার্ডার ছবিতে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ছিল। সেই সময়ে তাঁর জন্য যথেষ্ট কঠিন ছিল ক্যামেরার সামনে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করা। তবে তিনি যে ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে সাবলীলভাবে অভিনয় করতে পেরেছেন, তার জন্য তিনি ক্রেডিট দেন ইমরান হাসমি (Imran Hashmi) ও মহেশ ভট্ট (Mahesh Bhatt)-কে। মল্লিকা শেরওয়াতের মতে, মহেশ ভট্ট ও ইমরানই তাঁকে সাবলীল করে তুলেছিলেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে। 


মল্লিকা শেরওয়াতের মতে, তিনি প্রথমের দিকে ভয় পেয়েছিলেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে, কারণ সেটে অনেক মানুষজন থাকেন। তাঁদের সামনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করাটা সোজা নয়। তবে মহেশ ভট্ট যে সেটে থাকেন, সেখানে সমস্ত মহিলারা খুবই নিরাপদ বোধ করেন। ইমরান হাশমিও ভীষণ ভদ্র। ছবিতে তিনি যে অভিনয়গুলি করেন সেটাও যথেষ্ট ভদ্রভাবেই। কখনও কোনও খারাপ অনুভূতি হয়নি মল্লিকার। আর সেই কারণেই তাঁর ক্যামেরার সামনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার জড়তা কেটে যায়। 


দীর্ঘদিন ক্যামেরার থেকে দূরে ছিলেন মল্লিকা। তবে এর মধ্যে তিনি বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করেছেন মল্লিকা। বিভিন্ন সময়েই তিনি খবরে থেকেছেন। এর মধ্যে কলকাতায় এসেছিলেন মল্লিকা। বিভিন্ন ফ্যাশন শো-তেও দেখা যেত তাঁকে। তবে এবার পর্দায় ফের দেখা যেতে চলেছে তাঁকে। 'ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও' ছবিতে একটি গুরুত্বপূর্ণ ছবিতে দেখা যাবে তাঁকে। 


আরও পড়ুন: Tathagata on Rachana: মন্ডপে বেঁধে রাখা হয়েছে উট! রচনা বন্দ্য়োপাধ্যায়কে জানিয়েও লাভ হয়নি! বিস্ফোরত তথাগত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।