কলকাতা: 'তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে বহুদিন থেকে চিনি'.. এই সংলাপ দিয়েই শুরু হয়েছিল টিজারের। আর তারপরেই কখনও অ্যাকশন, কখনও রোম্যান্সে মোড়া মধুমিতা সরকার (Madhumita Sarkar) আর বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)-র প্রেমের গল্প। আজ প্রকাশ পেল, শিলাদিত্য মৌলিকের (Shiladitya Moulik) নতুন ছবির টিজার। 


আজ প্রকাশ্যে এসেছে এই ছবির টিজার। আর সেখানে স্পষ্ট মধুমিতা আর বিক্রমের সম্পর্কের সমীকরণ। কিন্ত সহজ পথে চলতে চায় না তা। বিক্রমের চরিত্রের যে যথেষ্ট অ্যাকশন রয়েছে তা স্পষ্ট টিজারেই। বোঝাই যায়, একটি ধূসর দিক রয়েছে তাঁর চরিত্রের। অন্যদিকে আবরণ রাখা হয়েছে দর্শনার চরিত্র নিয়েও। তাঁর চরিত্রের নাম দিয়া। এই গল্পে, মধুমিতার চরিত্রের নাম ঊমা। বিয়ে থেকে পালিয়ে উমা এসে একটি পুরনো অ্যাপার্টমেন্টে ওঠে। সেখানে সূর্য নামে এক ভবঘুরে থাকত কিছু বছর আগে। কাগজপত্র ঘেঁটে ঊমা খুঁজে পায় একটি গ্রাফিক নভেল। আর তা পড়েই ঊমার আগ্রহ জাগে সূর্য আর তার বন্ধুদের ওপর। সূর্যের পদাঙ্ক অনুসরণ করে ঊমা তার বন্ধু, তাদের কাজ সম্পর্কে জানতে পারে। এরপরে ছবির মোড় কোন দিকে ঘুরবে, সেই উত্তর মিলবে ছবির পর্দাতেই। ছবির অধিকাংশ শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে।


প্রসঙ্গত, শ্যুটিং হওয়ার সময় জানানো হয়েছিল এই ছবির নাম হতে চলেছে 'কে প্রথম কাছে এসেছি'। আজ টিজার প্রকাশ্যে আসতে দেখা গেল, বদল করা হয়েছে ছবির নাম। 'কে প্রথম কাছে এসেছি' থেকে বদলে, এই সিনেমার নাম বদলে দেওয়া হয়েছে ‘সূর্য’। অন্যদিকে, একাধিক ছবির কাজ রয়েছে বিক্রমের হাতে। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পাওয়ার কথা 'পারিয়া'-র দ্বিতীয় অধ্যায়। প্রথম ছবিটি জনপ্রিয় হওয়ার পরেই তার সিক্যুয়েলের ভাবনা ভেবে ফেলেছেন নির্মাতারা। এখনও শুরু হয়নি এই ছবির শ্যুটিং। অন্যদিকে সদ্য 'অমরসঙ্গী' ছবির জন্য শ্যুটিং শেষ করেছেন বিক্রম।


 






 


আরও পড়ুন: Deepika_Prabhas: রণবীর নেই, 'কল্কি'-র প্রচারে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রইলেন প্রভাস


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।