নয়া দিল্লি: মেডিক্যালে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই, এবার অনিয়মের আশঙ্কায় UGC-র NET বাতিল করল কেন্দ্রীয় সরকার। এরইসঙ্গে তড়িঘড়ি CBI তদন্তের নির্দেশও দিল তারা। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET-এর মতো NET-এরও পরীক্ষা নিয়ামক সংস্থা NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবারই ৯ লক্ষেরও বেশির পরীক্ষার্থী UGC NET দেয়। কিন্তু, এর ২৪ঘণ্টার মধ্যেই পরীক্ষায় অস্বচ্ছতার আশঙ্কায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই সর্ভারতীয় পরীক্ষা বাতিল করল। 


UGC NET পাস করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেন পরীক্ষার্থীরা। এই পরীক্ষায় উত্তীর্ণরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেতে পারেন। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে PhD করার যোগ্যতা অর্জন করতে পারেন তাঁরা। এহেন গুরুত্বপূর্ণ পরীক্ষায় নেওয়ার সঙ্গে সঙ্গেই তা বাতিল করতে হল কেন্দ্রীয় সরকারকে। 


NET, NEET দুটি পরীক্ষাই বর্তমানে NTA এর মাধ্যমে পরিচালনা করা হয়। কিন্তু বারবার পরীক্ষায় কারচুপির কারণে NTA-এর বিশ্বাসযোগ্যতা কীভাবে হ্রাস পাচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলে। এনটিএর সর্বশেষ ইস্যুটি নেট পরীক্ষা সংক্রান্ত। মাত্র একদিন আগে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা হয়েছে। কিন্তু কেন এমন হল? আর কেন বারবার পরীক্ষা বাতিল করা হচ্ছে এবং কেন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে? তা নিয়ে প্রশ্ন উঠছে। 


ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করার পরই প্রতিষ্ঠিত হয়। এরপর মানবসম্পদ মন্ত্রক NTA গঠন করে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইন্ডিয়ান সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি টেকনোলজি, চিকিৎসা, ব্যবস্থাপনা, ফার্মেসি এবং শিক্ষা বিভাগের প্রতিষ্ঠানে ভর্তি ও ফেলোশিপের জন্য জাতীয় পর্যায়ে অনেক প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে।  


আরও পড়ুন, আজ বিকেলেই আবহাওয়া বদল? দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ? বৃষ্টির কী আপডেট দিল আবহাওয়া দফতর?


এটি শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই সংস্থার শিক্ষা প্রশাসক, বিশেষজ্ঞ, গবেষক এবং মূল্যায়ন ডেভেলপারদের একটি দল রয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) দ্বারা পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) 2024 সংক্রান্ত অনেক বিতর্ক দেখা দিয়েছে, এই কারণে সুপ্রিম কোর্টে পিটিশনও দায়ের করা হয়েছে।


শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, NET-এ স্বচ্ছতার সঙ্গে আপস হয়ে থাকতে পারে, এই আশঙ্কায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বুধবার তথ্য দেয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। এরপরই শিক্ষামন্ত্রক জানায়, স্বচ্ছতা ও পবিত্রতা বজায় রাখতে পরীক্ষা বাতিল করা হল। পরে কবে ইউজিসি-নেট নেওয়া হবে, তা পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে