কলকাতা: দীর্ঘদিন ধারাবাহিক থেকে দূরে ছিলেন তিনি। যদিও তাঁর জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক থেকেই। ধারাবাহিকের হাত ধরেই তাঁর দর্শকদের ভালবাসা পাওয়া। তবে এরপরে তিনি পা রেখেছিলেন বড়পর্দায়। পাশাপাশি তাঁর ওটিটি প্ল্যাটফর্মে কাজও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে ৭ বছর পরে, ফের ধারাবাহিকের পর্দায় ফিরছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumitha Sarcar)। লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে তৈরি হচ্ছে তাঁর নতুন চরিত্র। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি মধুমিতার বিপরীতে দেখা যাবে কোন নায়ককে।
শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে নাকি ১ নয়, ২ নায়ককে দেখা যাবে। নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে গৌরব চট্টোপাধ্যায় ও শন বন্দ্যোপাধ্যকে। সদ্যই শেষ হয়েছে গৌরবের ধারাবাহিক, 'তেঁতুলপাতা'। আর এরপরেই নাকি নতুন ধারাবাহিক, নতুন চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। অন্যদিকে, মধুমিতাকে শেষবার ধারাবাহিকে দেখা গিয়েছিল ২০১৮ সালে। 'কুসুমদোলা' ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেত্রী। দীর্ঘ ৭ বছর পরে ছোটপর্দায় দেখা যেতে চলেছে তাঁকে।
মধুমিতার ধারাবাহিকের প্রোমো সামনে আসতেই অবাক হয়েছেন অনেকে। কারণ এই কথা সর্বজনবিদিত যে ডিসেম্বরেই মনের মানুষের সঙ্গে সাত পারে বাঁধা পড়তে চলেছেন মধুমিতা। সোশ্য়াল মিডিয়া জুড়ে এখন কেবলই তাঁর নতুন প্রেমিকের সঙ্গে ছবি। দীর্ঘ সম্পর্কের পরে, ডিসেম্বরই সাত পাকে বাঁধা পড়ছেন মধুমিতা। এই সময়ে তাঁকে নতুন ধারাবাহিকের মুখ্যচরিত্রে দেখা যাবে, এই প্রত্যাশা করেননি অনেকেই। তবে নায়িকার অনুরাগীরা এতে বেশ খুশি।
যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেই অনুযায়ী, নায়িকাকে দেখা যেতে চলেছে একজন ব়্যাপারে ভূমিকায়। যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, একটি মঞ্চে উঠে গান গাইছেন তিনি। তবে কোনও বড় বা উচ্চবিত্ত মঞ্চ নয়, নিতান্তই নিম্নবিত্ত এক পরিবেশ। মধুমিতার লুকেও বেশ নতুনত্ব রয়েছে। তবে তাঁর এই লুক মনে করিয়ে দেয়, মধুমিতা অভিনীত একটি সিনেমা, 'ট্যাংরা ব্লুজ'-এর কথা। মিউজিক্যাল থ্রিলার সেই গল্পেরও অনেকটা অংশ জুড়ে ছিল ব়্যাপ গান। মধুমিতার বিপরীতে দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়কে। কিন্তু সেই গল্পে ব়্যাপার ছিলেন না মধুমিতা। ফলে এই কথা বলাই যায় যে দর্শকেরা একেবারে নতুন ভূমিকায় দেখতে চলেছেন তাঁকে। ধারাবাহিকের নাম, 'ভোলে বাবা পার করেগা'