যুক্তরাষ্ট্র: আটত্রিশ পেরিয়েও রেকর্ড গড়েই চলেছেন নোভাক জকোভিচ। চলতি বছর যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ান টেনিস তারকা। আর তার সঙ্গে সঙ্গেই কিংবদন্তি রজার ফেডেরারকে টেক্কা দিয়ে দিলেন জোকার। জিন লেনার্ড স্ট্রাফকে শেষ ষোলোর লড়াইয়ে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের শেষ আটে পৌঁছে গেলেন জোকার।
২৫ তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে এগােচ্ছেন জোকার। শেষ আটের লড়াইয়ে এবার জোকারের প্রতিপক্ষ হতে চলেছেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই টেলর ফ্রিৎজ। ২০২৩ যুক্তরাষ্ট্র্র ওপেনের পর থেকে এখনও পর্যন্ত একটিও গ্র্যান্ডস্লাম জিততে পারেননি জোকার। কোয়ার্টার ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে সবচেয়ে বর্ষীয়াণ টেনিস প্লেয়ার হিসেবে এক মরশুমে সবগুলো গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে ওঠার নজির গড়েন জোকার। তবে তারই সঙ্গে রজাকেও টেক্কা দিলেন একটি বিষয়ে।
এক মরশুমে সবগুলো গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার সংখ্য়াটা রজারের ক্ষেত্রে ৮। এবার তা ছাপিয়ে নবমবার এক মরশুমে সব গ্র্যান্ডস্লামের কোয়ার্টারে জায়গা করে নিলেন জোকার। গত অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের সেমিফাইনালে জ্যাক সিনারের বিরুদ্ধে হারতে হয়েছিল তাঁকে। নিজের রেকর্ডই নিজে ভেঙে দিয়েছেন নােভাক। ৩৪ পেরনোর পর আর কোনও টেনিস প্লেয়ার এই নজির গড়তে পারেনি।
১৯৭৩ সালের পর জকোভিচ বিশ্বের প্রবীণতম প্লেয়ার হিসেবে যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করলেন জকোভিচ। সব মিলিয়ে পঞ্চম প্রবীণতম টেনিস প্লেয়ার হিসেবে রেকর্ড গড়লেন নােভাক। এই নিয়ে ১৪ বার সার্বিয়ান টেনিস তারকা যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফেডেরার ১৩ বার এই নজির গড়েছেন। জিমি কোনর্স ১৭ বার নজির গড়েছেন।
চলতি বছরের উইম্বলডনের সেমিতে উঠেছিলেন নোভাক জকোভিচ। চার সেটের লড়াইয়ে ইতালির ফ্ল্যাভিও কাবোলিকে হারিয়ে দিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। ৩ ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে জোকার ইতালির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন জোকার ৬-৭ (৬-৮), ৬-২, ৭-৫, ৬-৪ ব্যবধানে। সেন্টার কোর্টে জয় ছিনিয়ে নিয়েছেন। এই জয়ের সঙ্গে সঙ্গে গ্র্যান্ডস্লামের ইতিহাসে সর্বাধিক সেমিফাইনাল খেলার নজির গড়া ক্রিস এভার্টকে ছুঁয়ে ফেলেছিলেন জোকার। ওপেন এরাতে ৫২ বার গ্র্যান্ডস্লামের সেমিতে জায়গা করেছেন দুজনেই। যদিও সেমিতে স্বপ্নভঙ্গ হয় জোকারের।