মুম্বই: ৮০-৯০ এর দশক থেকে ২০১৯রূপোলি পর্দায় নাচের তালে ঝড় তুলেছেন যে সমস্ত নায়িকাতাঁদের অধিকাংশের পিছনেই ছিলেন তিনি। 'ধক ধক করনে লাগাথেকে শুরু করে 'এক দো তিন', 'ডোলারেতাঁর শিখিয়ে দেওয়া নাচের স্টেপেই পর্দায় ডান্সিং আইকন হয়ে উঠেছেন মাধুরী দীক্ষিত। বৃহস্পতিবার ভোররাতে সেই প্রিয় ছাত্রী সহ গোটা টিনসেল টাউনকে ছেড়ে চলে গেলেন বলিউডের 'মাস্টারজি', কোরিওগ্রাফার সরোজ খান।


শ্রীদেবী থেকে মাধুরীঐশ্বর্য্যএকটা সময় ছিল যখন বলিউড ঘরানায় নায়িকাদের নাচের  ট্রেনার হিসাবে সেরা পছন্দ ছিলেন সরোজ । শোনা যেততাঁকে ছাড়া নাকি নাচের দৃশ্যে অন্য কাউকে ভরসা করতে পারতেন না নায়িকারা। আর সবার পছন্দের সেই 'মাস্টারজি'র পছন্দের ছাত্রী ছিলেন মোহময়ী মাধুরী। কেরিয়ারের একেবারে শুরু থেকেই মাধুরীর ভরসার জায়গা ছিলেন সরোজ। তাঁর হাত ধরেই অভিনয়ের পাশাপাশি বলিউডে নৃত্যেও নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন মাধুরী। ঠিক ৮০-র দশকে যেমনটা করেছিলেন শ্রীদেবী। বিভিন্ন জায়গায় সরোজের কথায় একাধিকবার উঠে আসত মাধুরীর কথা। একবার সরোজ বলেছিলেন, ' নাচের ক্ষেত্রে মাধুরীর স্মৃতি হাতির মতো। ওকে নাচ শেখানোর সময় আমি কোনও স্টেপের পুনরাবৃত্তি করে ফেললে মাধুরী তখনই বলে দিত কোন সিনেমার কোন গানে এই ধরনের স্টেপ দিয়ে ওকে নাচ তুলিয়েছিলাম।'

আজ সেই মাস্টারজির মৃত্যুতেই শোকস্তব্ধ মাধুরী। ইনস্টাগ্রাম পোস্ট করে মাধুরী লেখেন, 'আজকে যে ক্ষতি হল তাতে আমি ভেঙে পড়েছি। আমার কিছু বলার ভাষা নেই। আমার কেরিয়ারের প্রথম থেকে সঙ্গী ছিলেন সরোজ খান। তিনি আমাকে নাচ ছাড়াও আরও অনেক শিক্ষা দিয়েছেন। মাথায় অনেক স্মৃতি ভীড় করে আসছে। ওঁর পরিবারের জন্য সমবেদনা।' সেই সঙ্গে মাস্টারজির সঙ্গে পুরনো ছবিও শেয়ার করেন তিনি। নিজের কেরিয়ারের শেষ কাজটিও প্রিয় ছাত্রীর সঙ্গেই করে গেলেন সরোজ। ২০১৯ সালে কলঙ্ক ছবিতে মাধুরীর নাচের কোরিওগ্রাফি করেছিলেন তিনি।





আজ সরোজ খানের প্রয়াণে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন জুহি চাওলা, সঞ্জয় দত্ত, অমিতাভ বচ্চন ও অন্যান্যরাও।