নয়াদিল্লি: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর জানিয়ে দিল, ১৫ অগাস্টের মধ্যে বাজারে করোনার টিকা আনার পরিকল্পনা করছে তারা। হায়দরাবাদের ভারত বায়োটেকের সঙ্গে হাত মিলিয়ে তারা এই টিকা তৈরি করেছে। ১৫ অগাস্টের মধ্যে দেশে তৈরি এই টিকার যাবতীয় ডাক্তারি পরীক্ষা সেরে ফেলার জন্য ভারত বায়োটেক ও মেডিক্যাল কলেজগুলিকে অনুরোধ করে চিঠি লিখেছেন আইসিএমআর-এর ডিজি বলরাম ভার্গব।
আইসিএমআর এবার আনতে চলেছে দেশে তৈরি করোনা টিকা। নাম বিবিভি১৫২ কোভিড টিকা। দেশে তৈরি এই প্রথম করোনা প্রতিষেধকের ১২টি প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল ট্রায়াল হবে। আইসিএমআর তাদের অনুরোধ করেছে, দ্রুত এই ট্রায়াল শেষ করতে, কারণ এটিকে টপ প্রায়রিটি প্রজেক্ট হিসেবে গুরুত্ব দিচ্ছে তারা, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তর থেকে বিষয়টি দেখা হচ্ছে। চিঠি দিয়ে ভার্গব বলেছেন, এ মাসের ৭ তারিখের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কিত সমস্ত সম্মতি এই প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই জোগাড় করে ফেলতে হবে, যাতে তা নির্দিষ্ট সময়ের মধ্যে বাজারে আনা যায়।
সার্স-করোনাভাইরাস জীবাণুর একটি অংশ থেকে তৈরি হয়েছে এই টিকা, এটি মূল জীবাণু থেকে পৃথক করা হয় পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে। এরপর থেকে আইসিএমআর ও ভারত বায়োটেক এই টিকার ট্রায়ালের পূর্ব ও পরের সব কটি পদক্ষেপ দ্রুত শেষ করার চেষ্টা করছে।
বিবৃতিতে আইসিএমআর বলেছে, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ১৫ অগাস্টের মধ্যে এই টিকা বাজারে আনার পুরোদমে চেষ্টা চালাচ্ছে তারা। এর মধ্যে সবকটি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করতে হবে। ভারত বায়োটেক চেষ্টা করছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ করার। যদিও এই প্রকল্পের সঙ্গে যুক্ত সব কটি ক্লিনিক্যাল ট্রায়ালের পরেই চূড়ান্ত ফল জানা যাবে।
স্বাধীনতা দিবসের মধ্যে করোনার টিকা আনছে ভারত, জানাল আইসিএমআর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jul 2020 11:49 AM (IST)
বিবৃতিতে আইসিএমআর বলেছে, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ১৫ অগাস্টের মধ্যে এই টিকা বাজারে আনার পুরোদমে চেষ্টা চালাচ্ছে তারা। এর মধ্যে সবকটি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করতে হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -