নয়াদিল্লি: অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) নিয়ে আসছে তাদের প্রথম ভারতীয় অরিজিন্যাল ছবি যা তাদের ওটিটি প্ল্যাটফর্মেই (OTT Platform) মুক্তি পাবে। ছবির নাম 'মাজা মা' (Maja Ma)। মুখ্য ভূমিকায় মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। আগামী ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি।


আসছে 'মাজা মা'


'বন্দিশ ব্যান্ডিটস' খ্যাত পরিচালক আনন্দ তিওয়ারি এই ছবির দায়িত্বে রয়েছেন। হৃদয় বিদারক 'ফ্যামিলি ড্রামা' এই ছবি, জানা যাচ্ছে এমনটাই। ছবিটি একটি ঐতিহ্যবাহী উৎসবের পটভূমিতে এক ভারতীয় বিয়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। পোস্টার দেখে মনে করা হচ্ছে যে ছবিটি নবরাত্রির পটভূমিকায় তৈরি। ছবিতে মাধুরী দীক্ষিত ছাড়াও গজরাজ রাও, ঋত্বিক ভৌমিক, বরখা সিংহ, সৃষ্টি শ্রীবাস্তব, শিবা চড্ডা, রজিত কপূর, সিমোন সিংহ, মলহার ঠাকুর ও নিনাদ কামতকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।


অ্যামাজন প্রাইম ভিডিওর তরফে বিবৃতিতে বলা হয়, "মাজা মা" অনেক অরিজিনাল সিনেমার মধ্যে প্রথম, যেটি সরাসরি আমাদের পরিষেবাতে চালু হবে। এই সিনেমাটি আমাদের জন্যও বিশেষ কারণ এটি একজন মহিলা এবং তাঁর দৃঢ় বিশ্বাসের শক্তি প্রদর্শন করে, বলিউডের আইকন মাধুরী দীক্ষিত যা পর্দায় সুন্দরভাবে চিত্রিত করেছেন।'


পরিচালক আনন্দ তিওয়ারির কথায় দর্শকের হৃদয়ে ছুঁয়ে যাবে এই গল্প। সঙ্গী অবশ্যই হাসাবেও এই সুন্দর গল্প। এত ধরনের শিল্পী রয়েছেন এই ছবিতে যাঁরা প্রাণ ঢেলেছেন তাঁদের চরিত্রে। তিনি বলেন, 'ভারতীয় কনটেন্ট বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছানোর সাক্ষী হওয়া সত্যিই পরিপূর্ণ।' মুক্তি পেয়েছে ছবির প্রথম গানও। গরবা করতে দেখা যাচ্ছে মাধুরীকে সেখানে।


 




আরও পড়ুন: Ranveer Singh Photoshoot: 'ওই নির্দিষ্ট ছবিটি বিকৃত', ন্যুড ফটোশ্যুট বিতর্কে দাবি রণবীর সিংহের


এই বছরের শুরুতে মাধুরী দীক্ষিত ওটিটিতে তাঁর প্রথম কাজ সেরে ফেলেছেন। নেটফ্লিক্সের 'ফেম গেম' সিরিজের হাত ধরেই ওটিটিতে ডেবিউ করেন তিনি। সেই সিরিজের দ্বিতীয় সিজনের ঘোষণা এখনও হয়নি যদিও। আপাতত তিনি 'ঝলক দিখলা যা' নামক রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকায় রয়েছেন।