নয়াদিল্লি: নৃত্যশিল্পী সরোজ খানের (Saroj Khan) বায়োপিক (Biopic) তৈরির খবর প্রকাশ্যে আসতেই শোনা গিয়েছিল মুখ্য চরিত্রে নাকি দেখা যাবে অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit Nene)। সেই থেকে জোর জল্পনা। অনেককে বলতে শোনা যায় যে অভিনেত্রী ছবিতে 'মাধুরী দীক্ষিত' হিসেবেই অভিনয় করবেন, আবার অনেকের মতে তিনিই নাম ভূমিকায় থাকবেন। তবে এ বিষয়ে কী কী তথ্য মিলল?


সরোজ খানের বায়োপিকে থাকবেন মাধুরী দীক্ষিত?


বলিউডের কর্মজীবনে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন সরোজ খান ও মাধুরী দীক্ষিত। একজন বলিউডের নামী কোরিওগ্রাফার, অপরজন অভিনয়ের পাশাপাশি তাঁর নৃত্যশৈলীর জন্যই বিখ্যাত। তাঁদেপ সম্পর্কের কথা মাথায় রেখে সকলেরই মত যে সরোজ খানের বায়োপিকে মাধুরী দীক্ষিতের উপস্থিতি একান্ত প্রয়োজনীয়। তবে এই সমস্ত তথ্য পাশে সরিয়ে জানা যাচ্ছে যে এই বায়োপিক তৈরির প্রস্তুতি এখনও প্রাথমিক স্তরেই রয়েছে। এখনও ছবি নিয়ে মাধুরীর কাছে কোনও প্রস্তাব যায়নি। 


অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, মাধুরী সবেমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন। সূত্রের খবর, 'তিনি ওখানে প্রায় এক মাস মতো ছিলেন। এই সমস্ত খবরই ভুয়ো। এই ছবির প্রস্তাব এখনও আসেনি তাঁর কাছে। কোনওরকম কথাবার্তাও হয়নি। কেন সকলে ধরেই নিচ্ছেন যে এই ছবিতে তিনি থাকবেন সেই সম্পর্কে কোনও আইডিয়া নেই অভিনেত্রীর।'


এই ছবির পরিচালনার দায়িত্ব পড়বে হংসল মেহতার কাঁধে। পরিচালক বলেছেন, 'এই সবই জল্পনা। এখনও সমস্ত চিন্তাভাবনার স্তরে রয়েছে।' এছাড়া জানা গেছে, ছবির গল্প এখনও লেখা হচ্ছে। কাস্টিং হতে এখনও দেরি রয়েছে। মাধুরী ও সরোজের সম্পর্কের খাতিরে এই ছবিতে তাঁর উপস্থিতি একপ্রকার স্বাভাবিক হলেও অভিনেত্রীর কাছে কোনও প্রস্তাব এখনও যায়নি, সেই পর্যায়েই ছবির কাজ পৌঁছয়নি বলে জানানো হয়েছে ইন্ডাস্ট্রির সূত্র মারফত। 


আরও পড়ুন: Rajasthan Wedding: শুধু পরিণীতি-রাঘব নন, ডেস্টিনেশন ওয়েডিং হিসেবে রাজস্থানকে বেছে নিয়েছেন একাধিক বলিউড তারকা


২০২০ সালের ২ জুলাই গভীর রাতে মুম্বইয়ে মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খানের। মৃত্যুকালে সরোজ খানের বয়স হয়েছিল ৭২। ওই বছরের জুন মাসের ২০ তারিখ হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল। গভীর রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তাঁর করোনা পরীক্ষা করা হলে ফল এসেছিল নেগেটিভ। ২০০টির বেশি ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন সরোজ খান। মাধুরী দীক্ষিত ও শ্রীদেবী অভিনীত বহু ছবির বহু বিখ্যাত গানের কোরিওগ্রাফি করেছিলেন তিনি। তেজাব-এর এক দো তিন, বেটা-র ধক ধক করনে লগা, স্যায়লাব-এর হামকো আজকাল হ্যায় ইন্তেজার, মিস্টার ইন্ডিয়া-র কাটে নেহি কাটতে দিন ইয়ে রাত, হাওয়া হাওয়াই, চাঁদনি-র ও মেরি চাঁদনি থেকে জব উই মেট-এর ইয়ে ইশক হায়ে-র মতো বহু হিট গান তাঁর ঝুলিতে রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial