মুম্বই: বলিউড অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনও কোনও সাধারণ মানুষের থেকে আলাদা কিছু নয়। তাঁদেরকেও পেশাগত জীবনের বাইরে নানা কিছু শুনতে হয়। ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য কিংবা ভারসাম্য বজায় রাখতে না পারার জন্য তাঁদেরকেও কোনও একটা বেছে নিতে হয়। বিভিন্ন সময়ে বলিউড অভিনেত্রীরা সাক্ষাৎকারে নিজেদের ব্যক্তিগত জীবন সামনে তুলে ধরেছেন। এবারও তেমনই এক বলিউড অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরলেন। জানালেন, বিয়ের পর মা হওয়ার পর তাঁকে কী কী শুনতে হয়েছিল। তাঁকে বলা হয়েছিল, বাড়িতে থেকে বাড়ির দেখাশোনা করতে।


মা হওয়ার পর কী কী শুনতে হয়েছিল এই বলি নায়িকাকে?


'এখন তুমি মা হয়েছো। কেন এখন ডান্স করবে তুমি? তুমি বাড়িতে থাকো। আর বাড়ির দেখাশোনা করো।' হ্যাঁ। এমনই অনেক কিছু শুনতে হয়েছিল বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit)। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরলেন তিনি। মাধুরী দীক্ষিত জানাচ্ছেন, বিয়ের পর প্রত্যেকটা মেয়েকেই অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। মাধুরী বলছেন, 'আমার মনে হয়, আমরা সকলেই এই সমস্ত কাজ করে থাকি। বাচ্চাদের দেখাশোনা করা থেকে বাড়ির দেখভাল, এসব কিছুই করে থাকি। আমাদের নিজেদের একটা বৈশিষ্ঠ আছে। আমাদের সকলের আলাদা আলাদা পরিচিতি আছে। একইরকমভাবে প্রত্যেকের আবেগ, স্বপ্ন, ইচ্ছে আলাদা আলাদা। জীবন কীভাবে কাটাবে, তার জন্য আলাদা চাহিদা রয়েছে প্রত্যেকের।'


আরও পড়ুন - 'Mili' Trailer: ফ্রিজারে আটকে জাহ্নবী কপূর! বেরোতে কি পারবেন?


মা হওয়ার পর মায়েদের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে মাধুরী দীক্ষিত আরও বলছেন, 'মানুষ গৃহবধূদের নিজস্ব সম্পত্তি মনে করে থাকে। তাদের মনে হয়, যেন বাড়ির কাজ করার জন্যই কারা এসেছে। কিন্তু তাদের মনের কথা জানতে চায় না বেশিরভাগ মানুষ। বাড়ির দেখাশোনার বাইরে গিয়ে নিজেদের জন্যও যে তারা কিছু করতে পারে, তার জন্য প্রেরণা দেওয়া হয় না। তাই তাদের উদ্দেশে বলব, সকলের কথা শোনো কিন্তু নিজের মনের কথায় চলো।' অন্যদিকে, মাধুরী দীক্ষিতকে সম্প্রতি দেখা গিয়েছে 'মাজা মা' ছবিতে। এছাড়াও ছোট পর্দাতেও নিজের ঝলক দেখান তিনি। সেলিব্রিটি ডান্স রিয়েলিটি শো 'ঝলক দিখলা জা'তে বিচারকের আসনে দেখা যাচ্ছে তাঁকে। মাধুরী দীক্ষিত ছাড়া এই শো-তে বিচারক হিসেবে দেখা যাচ্ছে নোরা ফতেহি এবং কর্ণ জোহরকে।