প্রিয়ঙ্কার পর মাধুরী, বার করলেন প্রথম গানের অ্যালবাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Sep 2017 12:27 PM (IST)
মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়া এর আগে তাঁর গানের অ্যালবাম বার করেছেন। একই পথে হাঁটলেন মাধুরী দীক্ষিত। প্রকাশিত হচ্ছে তাঁর প্রথম ইংরেজি গানের অ্যালবাম দ্য ফিল্ম স্টার। তু হ্যায় মেরা গানের মাধ্যমে মাধুরী প্রকাশ করবেন এই ইপি বা এক্সটেনডেড প্লে। এই গানটি মাধুরী উৎসর্গ করেছেন তাঁর ফ্যানদের। মাধুরী জানিয়েছেন, তাঁর যাত্রার শুরু থেকে সঙ্গে ছিল সঙ্গীত। যে ফ্যানরা জীবনের সব সময়ে তাঁর পাশে থেকেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই জীবনের নতুন এই অধ্যায় শুরু করবেন তিনি। আর গান ছাড়া তাঁদের ভালবাসা জানানোর আর কি উপায় থাকতে পারে! মাধুরীর এই অ্যালবাম ভারতীয় লোকসঙ্গীত ও পশ্চিমী পপের ফিউশন। তাঁর কথায়, তাঁর এই গান মানুষের অন্তরের কথা বলে। এই অ্যালবাম সকলের ভাল লাগবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।