বেজিং: ডোকলাম অচলাবস্থা কেটেছে। আজ সকাল দশটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চিনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের বৈঠকও শুরু হয়ে গেছে।
ভুটানের ডোকলামে ৭৩ দিন পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে ছিল ভারত ও চিন সেনা। সেই পরিস্থিতি কেটে যাওয়ার পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধান অর্থপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন। নানা বিশ্বাসবর্ধক পদক্ষেপ নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হবে বলে দাবি সূত্রের।
ব্রিকস ঘোষণাপত্রে এই প্রথম পাকিস্তানের মাটিতে ফুলে ফেঁপে ওঠা জঙ্গি সংগঠনগুলির নাম উল্লেখ করা হয়েছে। যদিও প্রথম থেকেই চিনের এতে তীব্র আপত্তি ছিল। কোনও কোনও মহল বলছিল, ব্রিকস ঘোষণাপত্রে লস্কর ই তৈবা, জৈশ ই মহম্মদের নাম উল্লেখের বদলে ডোকলাম থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু এ ব্যাপারে জানতে চাইলে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এ ধরনের সম্পর্ক খোঁজা অর্থহীন। কারণ ব্রিকসে সদস্য সংখ্যা বহু, এখানে সিদ্ধান্ত হয় সহমতের ভিত্তিতে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ডোকলামের পর এই প্রথম, চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শুরু প্রধানমন্ত্রী মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Sep 2017 09:19 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -