বাগী ২: জ্যাকলিনের 'এক দো তিনে'র রিমেক নিয়ে খুশি নন মাধুরী?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Mar 2018 04:01 PM (IST)
NEXT
PREV
মুম্বই: 'বাগী ২'-তে 'এক দো তিন' গানের রিমেক করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। তেজাব সিনেমার এই গানের রিমেক নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ১৯৮৮-র এই সিনেমার পরিচালক এন চন্দ্রা এবং কোরিওগ্রাফার সরোজ খানও রিমেক নিয়ে অসন্তুষ্ট বলে জানা গেছে। এরইমধ্যে বলিউডের দাবাং অভিনেতা সলমন খান এই রিমেকের পক্ষে সওয়াল করেছেন।
তেজাব সিনেমায় এই গানটিতে দেখা গিয়েছিল বলিউডের 'ধক ধক গার্ল' মাধুরী দীক্ষিতকে। এখনও পর্যন্ত রিমেক সম্পর্কে মাধুরীর প্রতিক্রিয়া জানা যায়নি। কিন্তু শোনা যাচ্ছে, তিনিও রিমেক নিয়ে সন্তুষ্ট নন।
'এক দো তিন'-এর রিমেক রিলিজ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জ্যাকলিন তাঁর রিমেক ভার্সান নিয়ে মাধুরীর মতামত জানতে জোর চেষ্টা করছেন। কিন্তু মাধুরী তাঁর বার্তাগুলি উপেক্ষা করছেন।
এই খবর কিছুটা আশ্চর্যজনক। কারণ, 'বদ্রিনাথ কি দুলহনিয়া' জুটি বরুণ ও আলিয়া যখন 'তাম্মা তাম্মা' গানটির রিমেক করেছিলেন তখন কিন্তু ১৯৯০-এর দশকের ডিভা প্রশংসায় মুখর হয়েছিলেন। এমনকি আসল গানের দৃশ্যের কয়েকটি ড্যান্স স্টেপও দুজনকে শিখিয়েছিলেন। এই গানটিতেও মাধুরীকেই দেখা গিয়েছিল।
কিন্তু 'এক দো তিন' নিয়ে এখনও পর্যন্ত নীরবতা ভাঙেননি মাধুরী। সেই কারণে জল্পনা শুরু হয়েছে যে, এই রিমেক হয়ত পছন্দ হয়নি তাঁর।
রিমেক লঞ্চের আগেই জ্যাকলিন কিন্তু স্পষ্ট বলেছিলেন, আসল গানে মাধুরী যে ধরনের পারফরম্যান্স করেছিলেন, তিনি তো দূরের কথা, অন্য কেউই তার ধারেকাছে আসতে পারবে না।
জ্যাকলিন বলেছেন, 'মাধুরী ম্যাম গানটি কখন দেখবেন, সেই অপেক্ষায় রয়েছি'।
'বাগী ২' ২০১৬-র 'বাগী' সিনেমার সিকোয়েল। আগামী ৩০ মার্চ সিনেমাটি মুক্তি পাবে।
মুম্বই: 'বাগী ২'-তে 'এক দো তিন' গানের রিমেক করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। তেজাব সিনেমার এই গানের রিমেক নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ১৯৮৮-র এই সিনেমার পরিচালক এন চন্দ্রা এবং কোরিওগ্রাফার সরোজ খানও রিমেক নিয়ে অসন্তুষ্ট বলে জানা গেছে। এরইমধ্যে বলিউডের দাবাং অভিনেতা সলমন খান এই রিমেকের পক্ষে সওয়াল করেছেন।
তেজাব সিনেমায় এই গানটিতে দেখা গিয়েছিল বলিউডের 'ধক ধক গার্ল' মাধুরী দীক্ষিতকে। এখনও পর্যন্ত রিমেক সম্পর্কে মাধুরীর প্রতিক্রিয়া জানা যায়নি। কিন্তু শোনা যাচ্ছে, তিনিও রিমেক নিয়ে সন্তুষ্ট নন।
'এক দো তিন'-এর রিমেক রিলিজ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জ্যাকলিন তাঁর রিমেক ভার্সান নিয়ে মাধুরীর মতামত জানতে জোর চেষ্টা করছেন। কিন্তু মাধুরী তাঁর বার্তাগুলি উপেক্ষা করছেন।
এই খবর কিছুটা আশ্চর্যজনক। কারণ, 'বদ্রিনাথ কি দুলহনিয়া' জুটি বরুণ ও আলিয়া যখন 'তাম্মা তাম্মা' গানটির রিমেক করেছিলেন তখন কিন্তু ১৯৯০-এর দশকের ডিভা প্রশংসায় মুখর হয়েছিলেন। এমনকি আসল গানের দৃশ্যের কয়েকটি ড্যান্স স্টেপও দুজনকে শিখিয়েছিলেন। এই গানটিতেও মাধুরীকেই দেখা গিয়েছিল।
কিন্তু 'এক দো তিন' নিয়ে এখনও পর্যন্ত নীরবতা ভাঙেননি মাধুরী। সেই কারণে জল্পনা শুরু হয়েছে যে, এই রিমেক হয়ত পছন্দ হয়নি তাঁর।
রিমেক লঞ্চের আগেই জ্যাকলিন কিন্তু স্পষ্ট বলেছিলেন, আসল গানে মাধুরী যে ধরনের পারফরম্যান্স করেছিলেন, তিনি তো দূরের কথা, অন্য কেউই তার ধারেকাছে আসতে পারবে না।
জ্যাকলিন বলেছেন, 'মাধুরী ম্যাম গানটি কখন দেখবেন, সেই অপেক্ষায় রয়েছি'।
'বাগী ২' ২০১৬-র 'বাগী' সিনেমার সিকোয়েল। আগামী ৩০ মার্চ সিনেমাটি মুক্তি পাবে।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -