বারওয়ানি (মধ্যপ্রদেশ): সেলফি তুলতে গিয়ে প্রায় এক হাজার ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হল দু‘জনের। পুলিশ মঙ্গলবার জানিয়েছে,মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে,ধার জেলার দহি জেলার বাসিন্দা দীনেশ (২৫) এবং বান্টি (২২) সোমবার সকালে রামগড় দুর্গে গিয়েছিলেন। সোমবার ওই এলাকায় প্রবল বৃষ্টির জন্য কুয়াশা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে দীনেশ এবং বান্টি সেলফি তুলছিলেন। কুয়াশার জন্য তাঁরা খাদ রয়েছে তা বুঝতে পারেননি। সেলফি তোলার সময় তাঁরা খাদে পড়ে যান। পাটি থানার ইন-চার্জ সন্তোষ সানভলে জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। কিন্তু খারাপ আবহাওয়া এবং আলোর অভাবে সোমবার রাতে দেহ দু‘টি উদ্ধার করা যায়নি।
আজ সকালে দীনেশ ও বান্টির দেহ উদ্ধার হয়। ময়না তদন্তের পরে ওই মৃতদেহ দু‘টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।