কলকাতা: এবার মহিষাসুরমর্দিনীর ভূমিকায় 'জগদ্ধাত্রী'! মহালয়ার দিন, ছোটপর্দায় মহিষাসুরমর্দ্দিনীর রূপে দেখা যাবে অঙ্কিতা মল্লিকে (Ankita Mallick)। এই একই চ্যানেলে পার্বতীর ভূমিকায় দেখা যাবে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-কে। স্টার জলসায় পর্দায় দুর্গার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে (Koel Mallick) এই ঘোষণ হয়েছিল আগেই। প্রকাশ্যে এসেছিল তাঁর লুকও। আর সদ্য প্রকাশ্যে এসেছে অঙ্কিতা, দিতিপ্রিয়া ও অন্যান্য নায়িকাদের লুকও। 


মহালয়ার ভোরে জি বাংলার যে অনুষ্ঠান হবে, তার নাম দেওয়া হয়েছে "নবপত্রিকায় দেবীবরণ"। নবপত্রিকায় দেবীর ৯ রূপের গাথাকে ফুটিয়ে তোলা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। 'গৌরী এল' ধারবাহিকের মোহনা মাইতি পর্দায় ধরা দেবেন দেবী ব্রহ্মাণী রূপে। দেবী কালিকা হচ্ছেন 'রাঙা বউ'- শ্রুতি দাস। শ্রুতির এই লুক প্রকাশ্যে আসার পরেই বেশ প্রশংসিত হয়েছে। এর আগেও শ্রুতিকে দেবী কালিকা রূপে দেখা গিয়েছে। 


ধারাবাহিক 'নিম ফুলের মধু'-র পর্ণা অর্থাৎ পল্লবী শর্মাকে দেখা যাবে দেবী কার্তিকীর ভূমিকায়। দেবী শোকরহিতা-র ভূমিকায় দেখা যাবে মানালী দে অর্থাৎ ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'-র শিমুলকে। দেবী লক্ষ্মী সাজবেন 'ফুলকি' অর্থাৎ দিব্যাণী মণ্ডল। দেবী মহেশ্বরীর ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য্যকে। দেবী রক্তদন্তিকার ভূমিকায় দেখা যাবে 'খেলনা বাড়ি' ধারাবাহিকের মিতুল ওরফে আরাত্রিকা দত্তকে। দেবী চামুণ্ডার ভূমিকায় দেখা যাবে 'মুকুট' ধারাবাহিকের মুখ্যচরিত্র শ্রাবণী ভুঁইয়া। দেবী উমার ভূমিকায় দেখা যাবে এক খুদে অভিনেত্রীকে। স্টার জলসায় মহাদেবের ভূমিকায় দেখা যাবে অভিষেক বসুকে (Abhishek Basu)। আপতত তিনি ফুলকি ধারাবাহিকে মহাদেবের চরিত্রে অভিনয় করছেন।


অন্যদিকে, স্টার জলসার পর্দায় কোয়েলকে দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে। এর আগে, ২০২১ সালে পর্দায় দুর্গার ভূমিকায় দেখা গিয়েছিল কোয়েলকে। মা হওয়ার পরে সেই বছর প্রথম এই ভূমিকায় দেখা গিয়েছিল কোয়েলকে। এই নিয়ে দ্বিতীয়বার ছোটপর্দায় মহিষাসুরমর্দিনীর বেশে দেখা যাবে কোয়েলকে। আজ প্রকাশ্যে এসেছে তাঁক লুক। লাল বেনারসি, গা ভরা সোনার গহনা, কপালে ত্রিনয়ন ও খোলা লম্বা মেঘের মতো চুলে দিব্য মানিয়েছে তাঁকে। তবে রুদ্র নয়, এই মূর্তি সৌম্য। 


 






আরও পড়ুন: CAB Award Ceremony: নচিকেতার গানে মাতল ধন ধান্য, জীবনকৃতি পুরস্কারের ২ লক্ষ টাকা মাঠকর্মীদের দান রাজুর