কলকাতা: গোটা মুখে স্পষ্ট বলিরেখার দাগ, চোখে মোটা ফ্রেমের চশমা যে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তাঁর বয়সকে। কাঁধের ওপর এলোমেলো করে ফেলে রাখা শাড়ির আঁচল। নিপুণ প্রস্থেটিক মেকআপে এক ঝলকে দেখলে চেনাই যায় না গার্গী রায়চৌধুরীকে- (Gargi Roychowdhury)। নতুন বছরের প্রথম দিনে প্রকাশ পেল অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত নতুন ছবি 'মহানন্দা'-র (Mahananda) পোস্টার।
মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, 'আমার নতুন ছবি 'মহানন্দা'-র পোস্টার সবার সঙ্গে ভাগ করে নিতে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই ছবিটি জনপ্রিয় লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত। এই ছবিটি সত্যিই আমার মনের ভীষণ কাছের। চলতি বছরেই মুক্তি পাবে 'মহানন্দা'। এই ছবিটির জন্য আপনাদের সকলের শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদের প্রয়োজন আমাদের।' এর আগে মহাশ্বেতা দেবীর 'লুক'-এ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।
'মহানন্দা'-র পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন পরিচালক অরিন্দম শীলও। লিখেছেন, 'নতুন বছরের একটা দারুণ শুরু।' প্রকাশ্যে 'মহানন্দা'-র অফিসিয়াল পোস্টার। এই ছবিটি আমার হৃদয়ের খুব কাছের।'
ছবিতে মহাশ্বেতা দেবীর বিভিন্ন বয়সকে দেখা হয়েছে। সেইমতো একাধিকবার লুক বদলানো হয়েছে অভিনেত্রীর। বিভিন্ন বয়সকে ফুটিয়ে তুলতে বদলে ফেরা হয়েছে তাঁর চুল, টিপ, শাড়ি পরার ধরণও। বয়স্ক মহাশ্বেতা দেবীকে ফুটিয়ে তুলতে সাহায্য নেওয়া হয়েছে প্রস্থেটিক মেকআপের।
ফের টলিউডে করোনার হানা, জিতের পর সংক্রমিত সৃজিত
ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরেই। এই ছবিতে বিধান ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। কেবল মহাশ্বেতা দেবীর জীবন নয়, এই ছবির একটি বড় অংশ জুড়ে থাকবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট। ছবির পোস্টারেই সেই আভাস পাওয়া গিয়েছে। গার্গীর ছবির পাশে পোস্টারে দেখা যাচ্ছে একদল লোক মশাল নিয়ে ছুটে আসছে।